মনে এই ভরসা, বিরহের সাথী জগতে আমি একা নই যারা হৃদয়বাদী, প্রত্যেকেই এই নির্দয় তামাশা’র শিকার। (প্রতিচ্ছবি) সুদূর দিগন্তে নয় আমি জানি গোলাপের মাঝে নিহিত আলোকবিন্দু। (গোলাপ) গাঢ় অন্ধকার ভেদ করে প্রতিটি রাত্রি হেঁটে যাই আমি সমস্ত জঞ্জাল ও অন্ধকার—পেছনে ফেলে এই পৃথিবী সুন্দর এক পৃথিবীর পথে; সকাল বেলা উঠে ভাবি এই স্বপ্ন একদিন সত্যি হত, প্রতিটি দিন আমি ভাবি এই পৃথিবী আমাদের স্বপ্নের পৃথিবী হত। (বৃত্তের বাইরে) দৃশ্যত মন আমাদের তসবি টানে দৃশ্যের বাইরে যে মন—বড় গণিতজ্ঞ। (হানিফ রাশেদীন) আমরা আমাদের শিশুদের প্রথম হয়ে ওঠার ষোলোকলা শেখাই। (মানুষের ইতিহাস) প্রেমের গলিপথে ঘুরে বেড়াই আমি যদি শুনতে পাই সুন্দরের প্রতিধ্বনি। (সুন্দরের জন্য শোকগাথা) আমাদের হৃদয় এখন সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত দেখব, এই আপদ কালো মেঘের ছায়া কত শক্তিধর! (পথের গান) ভুল করা লোকের মতো চোখ তুলে তাকালেন ঈশ্বর— ‘তুমি এখানকার সাইনবোর্ডটি খুলে স্বর্গে টাঙিয়ে দাও, স্বর্গের সাইনবোর্ডটি এনে এখানে টাঙিয়ে দাও।’ (ঈশ্বরের স্বর্গবাস) প্রার্থনার জন্য মা আমাকে বকতেন, আমি বুঝতাম না— সামান্য এক মানুষ আমি, কী আসে যায় আমার প্রার্থনায়! আমাকে দেখে যেমন কোন বানর ভেংচি কাটলেই বা কী! আবার পরম আনুগত্যের সাথে সালাম দিলেই বা কী! তাতে কি পাটক্ষেতে ধান হয়, নাকি মরুভূমিতে ফুল ফোটে! (ঈশ্বরের প্রতিচ্ছবি) আমরা দেখব, এত আমরা দেখবই একদিন আসবে আমাদের দিন কমরেড, সৃষ্টির আদি পৃষ্ঠায় আছে যে আমি, সে তুমিও (আমরা দেখব) আমার মন জানে, সবার সাথেই সখ্যতা আমার ভিন্ন ভিন্ন বন্ধনে। (সখ্যতা) __________________ বইটি প্রতিস্থান : @ সূচীপত্র, ষ্টল নং- ২১১, ২১২, ২১৩ @ উলুখাগড়া, (লিটল ম্যাগাজনি চত্বর) ____________________________ এটি একটি বিজ্ঞাপন পোস্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।