আমাদের কথা খুঁজে নিন

   

লং মার্চের ইতিহাস ও তথ্য

লং মার্চ সম্পর্কে গুরুত্ব পূর্ণ তথ্য ************ ১৯২১ সালে মাও সেতুং এর নেতৃত্বে লং মার্চে শিরোনামে বিপ্লবী অভিযানে অংশ নেয় চিনের মজলুম জনতা , হাজার হাজার মাইল দুর্গম পথ অতিক্রম করে শোষক , যুলুম এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শুরু হয় তাদের লড়াই । দেখা যায় দিনের পর দিন মাসের পর মাস ক্ষুদা দারিত্রতা অকাল মৃত্যুর সাথে জীবন যুদ্ধে ওরা যুগ যুগ নির্ভীকতার পরিচয় বহনে সম্মুখ যাত্রি । যা যুগ যুগ ধরে চিনের তথা বিশ্বের শোষক স্বার্থান্বেষী অত্যাচারি দের সিংহাসন দাবিয়ে দিয়েছিল এবং ১৯৪৯ সালে এর চূড়ান্ত বিজয় আসে । আজ সেই সমাজতান্ত্রিক চিনের এক্য বিশ্বের নিকট এক উজ্জ্বল দৃষ্টান্ত । বাংলাদেশেও এর সুচনা করেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি , কমরেড মজাফফর , মতিলাল , মনিসিং সহ আরও অনেক মহারথি গন ।

যাদের প্রবল প্রতিরোধে ব্রিটিশ শক্তিও হয়েছিল পদানত । যা আজ শুধুই ইতিহাস । পরবর্তীতে , বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি । জাসদ , বাসদ নানা সমাজ তান্ত্রিক দল সমুহ এর গন যাত্রা অভ্যহত রাখে । সর্বশেষ , সিলেটের সুনামগঞ্জে , বাদশাগঞ্জ সুনেত্র গ্যাস উত্তোলন , এবং বিদেশী কোম্পানি দের বাদ দিয়ে দেশি কোম্পানি দ্বারা যথাযথ দেশীয় সংরক্ষন সহ ভারত কে অবৈধ ভাবে সুরমা নদীর উৎস মুখ বন্ধ করে টিপাইমুখ বাধ কে না , এবং হাওড় , বিল , ও গুরুত্ব পূর্ণ স্থান কে অবৈধ ভাবে এন,জি,ও কর্তৃক লিজ দিয়ে বাংলাদেশ কে বা বনাঞ্চল কে ওদের নিকট জিম্মি হিসাবে রাখা ।

এর জন্য ছিল আন্দোলন গনযাত্রা । আর তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি কর্তৃক হয়েছিল ২৮ থেকে ৩১ শে মার্চ ২০১১ ং লং মার্চ । যা শেষ হয় ২০১২ সালের ৮ ই ডিসেম্ভর । এখন আবার লং মার্চ কাদের স্বার্থে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।