১। বইয়ের নাম:-বই ভরা কতো ছড়া
২। লেখকের নামঃ- খন্দকার আলমগীর হোসেন
৩। প্রকাশকের নাম :- আফসার নিজাম (আত্মপ্রকাশন)
৪। মূল্য:- ২৫০ টাকা
৫।
প্রাপ্তিস্থান: :-বই মেলার ৪৬২নং স্টলে
(আগ্রহীরা যোগাযোগ করুন। ০১৮১৯৫১৫১৪১)
ছড়াকার খন্দকার আলমগীর হোসেন
ছড়াকার খন্দকার আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে মাস্টার্স করেন ১৯৭৯ সালে। অতঃপর ২০ বছর কাটিয়েছেন সৌদী আরবে। কার্যোপলক্ষে ছুটে বেড়িয়েছেন ২০ টিরও বেশী দেশ। বর্তমানে কানাডায় প্রবাসী।
তিনি লেখা শুরু করেন স্বাধীনতার পরবর্তি বছরগুলোতে। মাঝখানে বিদেশে অবস্থানের কারণে অনেকগুলো বছর লেখালেখি থেকে স্বেচ্ছানির্বাসনে কাটান। ছড়াকার খন্দকার আলমগীর হোসেন লেখালেখির বিভিন্ন শাখা প্রশাখায় বিচরণ করলেও ছড়াকার হিসেবে পরিচয় দিতে বেশী ভালোবাসেন।
বই ভরা কতো ছড়া
বই ভরা কতো ছড়া বইয়ের প্রতিটি ছড়ায় আছে শিশুমনের স্বপ্ন ও কল্পনার সোনালি ডানা। এই ডানায় ভর করে শিশুরা হয়ে উঠবে স্বপ্নরাজ্যের রাজা এবং বাস্তব রাজ্যের বুদ্ধিদীপ্ত যুবরাজ।
বইটি পাঠে শিশুরা যেমন আনন্দ পাবে তেমনি বুড়োরাও ছন্দের তালে ঝংকৃত হবে। বইয়ের প্রতিটি ছড়ায় আছে আনন্দ শিক্ষার সমাহার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।