স্বপ্নীল এ্যাভুলেশন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা-ের ৬ দিন পার হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার। এ পর্যায়ে পুলিশ বলছে কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। ডিএমপির মুখপাত্র গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, সন্দেহভাজনরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। তবে তদন্তে স্পষ্ট হওয়া গেছে প্রথমে রুনি এবং পরে খুন হন সাগর।
তদন্তকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে ডিএমপির মুখপাত্র বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসকের মন্তব্য সঠিক বলে মনে হচ্ছে না।
তিনি জানান_ তদন্তে নিশ্চিত হওয়া যাচ্ছে, সাংবাদিক দম্পতির মধ্যে আগে খুন হয়েছেন মেহেরুন রুনি। পরে খুন হন সাগর সরওয়ার। এছাড়া 'অপেশাদার খুনির' মন্তব্য নিয়েও পুলিশের তদন্তে ভিন্ন বলে ধারণা পাওয়া যাচ্ছে। চিকিৎসক কিসের ভিত্তিতে ওই ধরনের মন্তব্য করেছেন তা তিনিই বলতে পারবেন।
এদিকে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দীর্ঘ তালিকা ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অনেককেই।
এর মধ্যে রেস্টুরেন্ট ও হাউজিং কোম্পানির মালিকও রয়েছেন। এছাড়া বুধবার একজন গ্রিল কাটা চোরকে নিয়ে পুলিশ রাজাবাজারের সেই ফ্ল্যাটে যায় দুদফা। চোরকে দিয়ে কত দ্রুত ফ্ল্যাটের স্যুয়ারেজ পাইপ বেয়ে ৫ তলার ওপরে ওঠা যায় এবং আবার বেরিয়ে আসা যায় সেই মহড়া চালায়। চোর কয়েক মিনিটের মধ্যে ভবনের পাইপ বেয়ে ওপরে উঠে রান্নাঘরের কাটা গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করে পুনরায় বেরিয়ে আসার মহড়া প্রত্যক্ষ করেছেন। এছাড়া পুলিশ গত ৬ দিনে কমপক্ষে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, চাঞ্চল্যকর এই মামলা তদন্তে অনেক লোকের মতামত, সাক্ষাৎকার এবং তাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। এই বলে ধরে নেওয়া ঠিক হবে না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এভাবে রাজাবাজার ছাড়াও নিহতদের সহকর্মী, কর্মস্থলের অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। প্রয়োজন হওয়ায় অনেকের বক্তব্য রেকর্ডও করা হয়। এর অর্থ তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়।
এ কথা জানান মনিরুল ইসলাম।
পুলিশ এ ধরনের একটি লোমহর্ষক ঘটনায় যাকেতাকে জিজ্ঞাসাবাদ করছে কি না জানতে চাইলে বলা হয়, কার সঙ্গে কী জন্য কথা বলা হচ্ছে তা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। তবে পুলিশ কর্মকর্তারা গতকালও জোর দিয়ে বলেছেন, পুলিশের একাধিক শক্তিশালী দল মাঠ পর্যায়ে কাজ করছে। তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে আরো জনবল বাড়ানো হয়েছে। পুলিশ কী ধরনের কাজ করছে, তদন্তে কী ধরনের অগ্রগতি হচ্ছে জানতে চাইলে কোনো তথ্যই প্রকাশ করতে রাজি হননি ডিএমপি মুখপাত্র।
গতকাল ডিএমপির মুখপাত্র ডিসি ডিবি মনিরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, সাংবাদিক দম্পতি হত্যাকা-ে সন্দেহভাজন বেশ কয়েকজন এখন গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিবি অফিসে অনির্ধারিত এই সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে। হত্যাকা- ঘটনায় সন্দেহের তালিকায় বিভিন্ন পেশার লোক রয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমি আবারো বলছি, শতভাগ নিশ্চিত না হয়ে খুনিদের গ্রেফতার করা হবে না। তিনি জানান, লোমহর্ষক এই হত্যা মামলার তদন্ত বেগবান করতে তদন্তকারীদের সঙ্গে আরো জনবল সংযুক্ত করা হয়েছে।
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। বিষয়টি গোয়েন্দারা পর্যবেক্ষণ করছেন। নিহতদের ময়নাতদন্তকারী চিকিৎসককে উদ্ধৃত করে তিনি জানান, খুনিরা আগে মেহেরুন রুনিকে খুন করেছে। পরে খুন হয়েছেন সাগর সরওয়ার। গোয়েন্দাদের তদন্তে এটা নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।
ময়নাতদন্তকারী চিকিৎসকের অনেক কথাই সঠিক নয়।
গত শুক্রবার রাতের কোনো এক সময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন পরদিন শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের নির্দেশ দেন। তবে ৬ দিন পরও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।