আমাদের কথা খুঁজে নিন

   

The BOBs প্রতিযোগিতায় মনোনয়ন পেলো শিক্ষক.কম – ভোট দিন আজই

জাদুনগরের কড়চা আনন্দের সাথে জানাচ্ছি, জার্মান আন্তর্জাতিক রেডিও ডয়চে ভেলের বার্ষিক সেরা ব্লগ/সাইট প্রতিযোগিতা The BOBs Award এ মনোনয়ন পেয়েছে শিক্ষক.কম । বাংলায় অনলাইনে মুক্তজ্ঞানের আসর শিক্ষক.কম এ বছরের প্রতিযোগিতায় সেরা উদ্ভাবন অংশে বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছে। অন্যান্য ১৩টি ভাষার প্রজেক্টের সাথে এই ক্যাটেগরিতে শিক্ষক.কম প্রতিযোগিতা করছে। এপ্রিল ৩ থেকে এই প্রতিযোগিতার ভোটগ্রহণ শুরু। যদি শিক্ষক.কম হতে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আজই ভোট দিয়ে সমর্থন দিন।

উল্লেখ্য, শিক্ষক.কম এই ক্যাটেগরিতে বাংলা ভাষার প্রতিনিধি, কাজেই আপনার ভোটটি হবে কেবল শিক্ষক.কম এর জন্যই নয়, বরং বাংলা ভাষার জন্যও। প্রতিদিন ১ বার করে ভোট দেয়া যাবে , ভোট চলবে ১ মাস ধরে। আর দেরী নয়, আজই ভোট দিন ! গুগলের কাছ থেকে সম্প্রতি ২০১৩ রাইজ এওয়ার্ড পাওয়ার পরে আবারও এই সুখবরটি সবার সাথে শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দিত। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আগাম ধন্যবাদ। কীভাবে ভোট দিবেন? ফেইসবুক ইউজারেরা এখানে ক্লিক করে ভোট দিন।

সরাসরি। টুইটার ইউজারেরা এখানে ক্লিক করে ভোট দিন সরাসরি। অথবা ১) এখানে ক্লিক করে ভোটের পাতায় যান। ২) বিভাগ বাছাই করুন অংশে সেরা উদ্ভাবন (Best Innovation) অপশনটি বেছে নিন। ৩) এবার স্ক্রোল করে নিচে নেমে গিয়ে শিক্ষক.কম এর এন্ট্রিতে এখন ভোট দিন বাটনে ক্লিক করে ভোট দিন।

ভোট দিতে হলে ফেইসবুক বা টুইটার দিয়ে লগিন করতে হবে। একবার ভোট দিলে অন্যান্য বার আর আলাদা করে লগিন করতে হবে না। ভোট দেয়া হয়ে গেলে লগআউট করে নিবেন। বাংলায় অনলাইনে মুক্তজ্ঞানের মেলা শিক্ষক.কম-কে সমর্থন দেয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই।

(মূল পোস্ট )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।