আমাদের কথা খুঁজে নিন

   

হেল!! পেপসোডেন্ট এই নোংরা এ্যাড কেন বানাইছে ?!

পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড। কাহিনীটা হল:: বাচ্চা ছেলে ফাহিম, দাঁত ব্রাশ করতে তার অনীহা, নানা অজুহাত মায়ের কাছে। মা পেপসোডেন্ট পেস্ট নিয়েই দাঁড়িয়ে থাকে। বাচ্চা অনিচ্ছা সত্ত্বেও দাঁত ব্রাশ করে।

আক্ষেপ করে বলে,''প্রতিদিনই দাঁত ব্রাশ''। (সবার জন্য আত্মঘাতি এই বোধটা আনাই জঘন্য করেছে এ্যাডটিকে) তো একদিন, ফাহিমের মা অবাক হয়ে দেখল, ফাহিম নিজে নিজেই ব্রাশ করছে । ভয়েস ওভারে একটা ছেলে বলে গেল, ''এখনতো ব্রাশ করবেই, কারন প্রতিদিন একটা করে ল্যাপটপ.....। লজ্জায় ঘৃনায় মাথা হেঁট হয়ে আসে আমার। বলি, শ্লার পুতেরা তোদের ঘরও যেন এমন ফাহিমে ভরে যায় ।

১০০ দিনে ১০০ জন ল্যাপটপ পাবে। এরপর ফাহিমেরা কি আবার ব্রাশ না করার দিকে ফিরে যাবে? হেল??? ----------------- আমি ভেবেছি এ্যাড টা বন্ধ হয়ে যাবে- এমন জঘন্য ও কুরুচিপুর্ন এ্যাড কেমনে বানাল এ্যাডকম? ফাহিম শুধু ল্যাপটপ পাবার জন্য দাঁত ব্রাশ করতে পারে, এটা হতে পারে। বাচ্চা ছেলেদের এমন ভাবনা অস্বাভাবিক না। কিন্তু সেটা যখন নগ্নভাবে একটি বহুজাতিক কোম্পানী ও নামকরা এ্যাডফার্মের প্রচারণার উপজীব্য হয় তখন কোয়ালিলটি ও দায়বদ্ধতা নিয়ে আমরা যারা দু-একপাতা মার্কেটিং পড়েছি তাদের কপালে চিন্তার রেখা জেগে উঠে। আমজনতার কি হয় সেটা নাহয় আপনারাই বলুন।

আমার দেখা এমন ফিলদি এ্যাড কমই আছে। এ্যাডটার ব্যান চাই। এ্যাড ডিটেইলস:: Client : Unilever Bangladesh Limited Agency : Adcomm Brand Supervise : Ju-un & Nahiyan Story : Saimon Islam Shawon Copywriter : Atiqul Islam Anan Agency Producer : Shipon Director & Music : Masud Hasan Ujjal দেখেন নোংরা এ্যাডটা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।