বিষণ্ণ ভালোলাগায়। জানি আমি জানো তুমি জানি এই বাঁধন নয় মিলনের কেন তবু পদে পদে প্রশান্ত অনুভবে তোমার স্নিগ্ধ ছায়া? কেন এই মোচড়ানো মায়া? কেন এই কুহক জাল বিছিয়েছ বিশালতায়? যাচ্ছি মরে যাচ্ছি হেরে প্রতিযোগীর এই রঙ্গ দুনিয়ায় তুমি তো রয়েছ দূরে রবেই দূরে মুহূর্তের শত পরিক্রমায় কেন তবু অনুভবে কেন তবু মোর ভাবনারে রাখবে বেঁধে, রেখেছ বেঁধে ছন্দময় যাতনায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।