আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলায় ব্লগারদের বই

বংশানুক্রমিক উত্তরাধিকারের রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্রের পশ্চাদমুখিতা এবং ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে কীভাবে বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, তারই একটা মডেল ড. মতিউর রহমানের লেখা বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র – সমস্যা ও সমাধান গ্রন্থে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া, ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১-এর ডিসেম্বর পর্যন্ত বাঙালির স্বাধীনতা সংগ্রামের একটি সংক্ষিপ্ত, ধারাবাহিক ইতিহাস তরুণ প্রজন্মের উপযোগী করে এখানে তুলে ধরা হয়েছে। উপরন্তু, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এযাবৎ বিভিন্ন রাজনৈতিক দলের ও সরকারের শাসনামলে রাষ্ট্রে গণতন্ত্র ও সুশাসনের যে উত্থান-পতন ঘটেছে তার একটি বস্তুনিষ্ঠ, নির্মোহ আলোচনাও এই বইয়ে স্থান পেয়েছে। বইটির প্রকাশক বাংলাদেশ রাইটার্স গিল্ড; মূল্য ১৫০ টাকা মাত্র। ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার ৪৭৫ নং স্টলে ১৭ই ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে।

আত্মদহন পড়লে পুরস্কার! বই পড়ে কি পুরস্কার পাওয়া যায়? এবার আত্মদহন পড়লে পুরস্কার মিলবে। বইয়ের ভিতরের প্রশ্ন পত্রের উত্তর ঠিকঠাক মতো পাঠিয়ে দিলেই ১০০০ তাকার প্রাইজ বণ্ড। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইনস ডে থেকে মেলার শেষ পর্যন্ত। বাংলাদেশ রাইটার্স গিল্ড এর স্টল- এ (৪৭৫ নং স্টল) দাম ১০০ টাকা তুমি এলে বাদল দিনে ভালবাসার গল্পের আ্যালবাম কিছু সত্য ঘটনার অবলম্বনে লেখা ১৬টি গল্পকে এক মলাটে আবদ্ধ করা হয়েছে। যারা শুধু মাত্র ভালবাসার গল্প খুজছেন তারা সংগ্রহ করে দেখতে পারেন।

প্রতিটি গল্পই একটা থেকে আরেকটা ভিন্ন। ভালবাসার আবেগ আর মিষ্টি অনুভূতি গুলো পাঠককে তৃপ্ত করবে। বাংলাদেশ রাইটার গিল্ডের স্টলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই। দাম ৭৫ টাকা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।