আমাদের কথা খুঁজে নিন

   

ওগো খাইয়া দাইয়া কাম আছিল না বইল্লাই আজ তোমাগো খাইয়া দাইয়া কাম আছে।

"জাতের কী রুপ দেখলাম না এই মাঝারে" স্যার কমিউনিকেশন ক্লাসে একদিন "Nyquist sampling theorem" পড়াচ্ছেন , এমন সময় আমার এক বন্ধু বিরক্তির সাথে বলে উঠল , ওগো ( Nyquist সহ সমস্ত বিজ্ঞানীদের ) কি আর কোন কাজ আছিল না ? একটার পর একটা theorem দিয়া গেছে ! জীবন ডাই গেল গা এইরাম আঁতেল গুলার লাইগা। কিন্তু দুর্ভাগ্য , স্যার শুনে ফেললেন ওর কথা। ভাবলাম ওকে ক্লাস থেকে বের করে দেবেন উনি। কিন্তু না , একটা স্মিত হাসি দিয়ে বললেন , ওগো খাইয়া দাইয়া কাম আছিল না বইল্লাই আজ তোমাগো খাইয়া দাইয়া কাম আছে। এই পোস্টে তেমন কিছু আকাইম্মা লোকের ছবি দিলাম , যারা মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ছবি বড়ো করে দেখতে ছবির উপরে ক্লিক করুন। ১ম ৫ জনের নাম হল ( বাম থেকে ) স্যাভারট , বায়ট , ফুরিয়ার , Nyquist এবং কারশফ। বাকিদের নাম ছবি তেই দেয়া আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।