"জাতের কী রুপ দেখলাম না এই মাঝারে" স্যার কমিউনিকেশন ক্লাসে একদিন "Nyquist sampling theorem" পড়াচ্ছেন , এমন সময় আমার এক বন্ধু বিরক্তির সাথে বলে উঠল , ওগো ( Nyquist সহ সমস্ত বিজ্ঞানীদের ) কি আর কোন কাজ আছিল না ? একটার পর একটা theorem দিয়া গেছে ! জীবন ডাই গেল গা এইরাম আঁতেল গুলার লাইগা। কিন্তু দুর্ভাগ্য , স্যার শুনে ফেললেন ওর কথা। ভাবলাম ওকে ক্লাস থেকে বের করে দেবেন উনি। কিন্তু না , একটা স্মিত হাসি দিয়ে বললেন , ওগো খাইয়া দাইয়া কাম আছিল না বইল্লাই আজ তোমাগো খাইয়া দাইয়া কাম আছে। এই পোস্টে তেমন কিছু আকাইম্মা লোকের ছবি দিলাম , যারা মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ছবি বড়ো করে দেখতে ছবির উপরে ক্লিক করুন। ১ম ৫ জনের নাম হল ( বাম থেকে ) স্যাভারট , বায়ট , ফুরিয়ার , Nyquist এবং কারশফ। বাকিদের নাম ছবি তেই দেয়া আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।