সাধারন থাকতে ভালোবাসি। শিরোনামটা দেখে হয়তো আতকে উঠতে পারেন। ভাবতে পারেন কোনো আত্নহত্যা নাতো! নাহ,তেমন বোকা আমি না। অবশ্য বেশ কয়েকবার যে ইচ্ছা হয়নি তা না। থাক সে কথা।
যেকারণে লিখতে বসলাম তা নিয়েই লিখি।
বর্তমানে দেশে যে অবস্থা চলছে,একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই জীবন চাইনা। এভাবে সবকিছু সহনিয়া হয়ে টিকে থাকতে চাইনা। বাইরে বের হলে সবার আগে কি দেখতে পাই? যানজট আর ধুলায় ভরা জনবহুল চারপাশ। যারা পাবলিক বাসে চলাফেরা করেন,অনেক কষ্টে বাসে উঠলেন।
না সিট লাগবে না,ভালোমতো একটু দাড়াতে পারলেই খুশি! তারপর কি হলো? বাসের চাকা আর ঘুরবে না। আর এখন তো বেশকিছু রাস্তা গর্ত করে,খুঁড়ে একাকার। চারগুন/পাঁচগুন বেশি সময় ব্যয় করে কাংখিত জায়গায় পৌছালেন। ততক্ষণে আপনার অনেক গুরুত্বপুর্ন সময় কিন্তু চলে গেছে।
কাজ শেষে বাসায় ফিরবেন? আবার সেই যানজট আর লোকালে ঝুলে গৃহে পদার্পন।
সামনে গরম আসছে। মাঝে মাঝে হয়তো কারেন্ট বেড়াতে আসবে। তাই ঘরে ফিরে কতটা প্রশান্তি মিলবে একবার চিন্তা করুন।
আর বাসায় আপনি কতটা নিরাপদ,তাও চিন্তার বিষয়। নিজের ঘরেই এখন মানুষ নৃশংসভাবে খুন হচ্ছে।
আমি,আপনি কতটুকু নিরাপদ?
দুবেলা একটু ভালো খেতে চান? চাকরির করে যা বেতন,তাতে তো ভালো খাওয়া দুরুহ ব্যাপার। শাক সবজি,ডিম খাবেন,তার দামটাও আকাশচুম্বি। বাসা ভাড়া,বাজার খরচ,সন্তানদের লেখাপড়ার খরচ সবমিলিয়ে সেভিংস তো অসম্ভব,উল্টো ধারদেনা করার প্রয়োজন পড়ে। আর চাকরি পাওয়া, সেতো সত্যিকারের সোনার হরিণ! ঘরে ঘরে বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলছে।
রাজনৈতিক দলগুলো একে অপরের দোষ খুজতেই সদা ব্যতিব্যস্ত, জনগনের সেবা করার সময় কোথায়! ওনারা রাস্তা দিয়ে গেলে কখনো যানজট পাননা,ওনাদের বাসায় কখনো লোডশেডিং হওয়া তো দুর,সবসময় এসির নিচে থাকতেই অভ্যস্ত।
সাধারন মানুষের কষ্ট বুঝতে হলে তাদের কাতারে এসে দাড়াতে হবে, কাছ থেকে দেখতে হবে। আমি রাজনীতি বুঝিনা, আমি বুঝি আমরা সাধারণ নাগরিকদের নিরাপদে বেঁচে থাকার অধিকার। শান্তিতে চলাফেরা করার অধিকার। বেকারত্ব থেকে মুক্তির অধিকার। যা আমাদের নায্য পাওনা।
এভাবে এই অভিশাপের জীবন চাইনা।
(আরও অনেক কিছু লেখার বাকি ছিলো কিন্তু আর ইচ্ছা হলোনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।