আমাদের কথা খুঁজে নিন

   

"BPL-T20" এর গুষ্ঠি কিলাই ( ১৮ + উত্তেজনা )

::: (আগেই ক্ষামা চাচ্ছি চুশীলরা বেয়াদপি মাফ করবেন) কুলঙ্গার গুলোর মুখের উপর থু...... থু.....থু...... খুব ইচ্ছা ছিল BPL-T20 গ্যালারিতে গিয়ে দেখবো, অনেক আনন্দ করবো, না... তা আর হলনা উদ্বোধনী অনুষ্ঠান আমারে কইষয়্যা একটা চপ্টোঘাত করলো, সাথে আমার দেশ, ভাষা ও সংস্কৃতিকে , তাই আমি BPL-T20 বর্জন করছি অভিমান করে ( ক্রিকেট প্রেমিক হিসাবে যদিও মন মানে না, মাঝে মাঝে অভিমান ভুলে গিয়ে চোখ রাখি টিভিতে ...) এত কিছুর পরেও ভাষার মাসে হিন্দি !!! আমাদেরকি কিছুই করার নাই ??? মেজাজ খুব গরম হয়ে যাচ্ছে !!! অভিমানটা আরো বেশী চলে আসতেছে [ইচ্ছা করে নিজের গায়ে নিজেই কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেই] পরে খোঁজ নিজে দেখলাম, আমার মত অনেকেই আছে যারা খুবই ক্ষেপা বেশী কিছু বলতে চাইনা এখন, এমনিতেই মেজাজ খারাপ............ শেষে না জানি অশান্ত হয়ে বাংলা-ইংলিশ গালি শুরু করে দেই [ মায়া লাগে সৌরভের প্রতি ও আসতে পারল না যদিও অনেক ইচ্ছা ছিল ওর, আর আমরা এতই বিশ্ব-বেহায়া তার পরও হিন্দি ল্যাংটা নাচ না হলে BPL-T20 হয় না] তবে যাওয়ার আগে অন্তত একটা গালি দিয়া লই [ ডেসটিনিরে ইংলিশ ............... বাটপারদের জন্মদাতা, সহজ-সরলদের টাকা লুণ্ঠনকারী ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।