আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বালিকার দেশ

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! মেঘ বালিকার মেঘের দেশে মেঘ গুলো সব যাচ্ছে ভেসে মেঘ গুলো তার সাদা কালো মেঘ ছাড়া সে রয় না ভাল মেঘের সাথেই করে খেলা মেঘকে ভেবেই যায় যে বেলা মেঘকে নিয়েই দিনের শুরু মেঘ দেখে বুক দুরুদুরু মেঘের সাথে কয় যে কথা মেঘ না পেলে পায় যে ব্যাথা মেঘ দিয়ে তার জীবন শুরু মেঘ দিয়ে হয় শেষ মেঘের ডানায় যাবোআমি মেঘ বালিকার দেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।