একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ উপস্থাপন করা শুরু হয়েছে। অভিযোগ-
@ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জামায়াত নেতা-কর্মীরা গোলাম আযমের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করে।
@ রাজাকার, আলশামস ও আলবদর বাহিনী গঠন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এই জামায়াত নেতা।
@ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আগে ২২ নভেম্বর পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান গোলাম আযম।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নামে মধ্যপ্রাচ্যে বাংলাদেশবিরোধী তৎপরতা চালান।
@ একসময় সৌদি আরবের বাদশাহর সঙ্গে দেখা করে গোলাম আযম বলেন, 'হিন্দুরা পূর্ব পাকিস্তান দখল করেছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং কোরআন শরিফ পুড়িয়ে ফেলা হয়েছে। ' গোলাম আযম মুক্তিযোদ্ধাদের ভারতীয় চর বলে আখ্যায়িত করেছিলেন।
@ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৮ এপ্রিল তাঁর (গোলাম আযমের) নাগরিকত্ব বাতিল করে। নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি।
@ ১৯৭৮ সালের ১১ আগস্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে গোলাম আযম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
@ একাত্তরে যে ঘটনা ঘটেছে, এর মূল পরিকল্পনাকারী ছিলেন গোলাম আযম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।