আমাদের কথা খুঁজে নিন

   

ICETCESD2012-Online Discussion…..আজকের বিষয়: টেকসই উন্নয়ন বা sustainable development

আমার সম্পর্কে কিছু বলার স্পর্ধা এখনও আমার হয়নি…. শাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাওয়া International Conference এবং গত ১৩ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে সেই অনলাইন আলোচনা। চলুন এই আলোচসায় অংশ নিয়ে নিজের মতামতকে সিদ্ধান্তে পরিনত করি। আজকের বিষয়: টেকসই উন্নয়ন বা sustainable development এই লেখাটি তৈরী করেছেন। : ওয়াসিফ এ এলাহী এবং সাঈদ তাশনিম মাহমুদ, ১৩ তম ব্যাচ, সিইই বিভাগ, শাবিপ্রবি আমরা যারা ঢাকাতে থাকি অথবা যাওয়া আসা করি, সবাই একটা জিনিসে কম বেশি ভুগি, তাহল যানজট। ঘন্টার পর ঘণ্টা আমরা জ্যামে দাড়িয়ে থাকি।

কারন ফ্লাই ওভার এর কাজ কিংবা রাস্তাঘাট উন্নয়নের কাজ অথবা মেরামতের কাজ চলছে। এতে আমাদের জীবনের যে কতো মূল্যবান সময় নষ্ট হচ্ছে তা কার অজানা নয়। এমনও অনেক ঘটনা আমরা শুনে থাকি জ্যামে অ্যাম্বুলেন্স আটকা পড়ায় রোগীর মৃত্যু। এর দায় ভার কেউ নিতে চায় না এবং নেয় না। আমরা যারা ঢাকাবাসী, তাদের অনেকের বাসায় দিনে ২৪ ঘণ্টা পানি থাকেনা।

হয়ত কখনও দিনে একবার অথবা দুইবার, ভাগ্য ভাল হলে তিনবার নির্দিষ্ট সময় পানি আসে। এই করুণ অবস্থা বিদ্যুতের বেলাতেও। সকল সমস্যার একটা বেপার কিন্তু কমন। তাহল দিনে দিনে সমস্যা আর প্রকট হচ্ছে। আমাদের এক সরকার যা করে যায় তা পরবর্তী সরকার আসতে আসতেই হারিয়ে যায়, সেটা বিদ্যুৎ উৎপাদনের হারই হোক আর পানি সরবরাহই হোক।

এই সকল অবস্থা শুধুমাত্র একটি ব্যাপারের অভাবেই হয়ে থাকে, আর তাহলো sustainable development. এই বিষয়ে সরাসরি আলোচনায় অংশ নিয়ে নিজের মতামতকে সিদ্ধান্তে পরিনত করুন। চলে যান এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।