আমাদের কথা খুঁজে নিন

   

৭+৭=১৪ টা গোলাপ

পথ শেষ কোথায় কি আছে শেষে পথের .. বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই .. মানুষ বলে ১৪-ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস । ছোটবেলায় আমি ভেবে পাইতামনা ভালবাসা কি তাহলে একদিনই আমার জন্য ? তোমার জন্য ? পৃথিবীর সবার জন্য ? একটু বড় হবার পর বুঝলাম এটা আসলে একটা স্বীকৃতি । আধুনিক দুনিয়ার বিলাসিতা ! ভাই যারা কাপল প্লিজ আমাকে গালি দিবেননা । আমি বড়ই নিরীহ কিন্তু এটা ঠিক আমার দোকলা থাকলে আমিও কেউ এই কথা বললে শুধু গালি না পারলে চোদ্দগুষ্টি উদ্ধার করতাম । যাইহোক ছোটবেলায় স্কুলের দিনগুলোতে অনেক রঙিন স্বপ্ন দেখতাম , দেখতাম প্রতিদিন একটা সুন্দর, সুপুরুষ ছেলে একগুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে স্কুলগেটে দাঁড়িয়ে আছে , তারপর পাশাপাশি হেটে আমাকে বাসায় পৌঁছে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় যতক্ষণ না আমি বাসায় গিয়ে ড্রেস পালটিয়ে ছাঁদে গিয়ে তাকে টাটা না দি ।

আমার বান্ধবীরা বলত প্রতিদিন যদি তোকে এতগুলি গোলাপ দিতে হয় ঐ ছেলের তো বাগানের মালী হওয়া লাগবে । সবাই হাসতাম আমরা কিন্তু মনে মনে সবাই আসলে এমনই একটি স্বপ্ন দেখতাম হয়ত । হয়ত কেন বলছি কারণ এই তালিকায় অতি মেধাবীরা নাই । তাদের এসব ফালতু! স্বপ্ন দেখার সময় ছিলনা । অবাক সেই স্বপ্নের দুনিয়ার আকাশে ভাসতে ভাসতে স্কুল পেরিয়ে কলেজজীবনে প্রবেশ করলাম ততদিনে পার করেছি স্বপ্নের লেভেল ।

কলেজ জীবনের স্বপ্নটা ছিল একটু উন্নত । তখন দেখতাম হায় প্রতিদিন সকাল ৫.৩০এর ফিজিক্‌স কোচিং আমি ৩ দিনের জাগায় ৭ দিনই করতে রাজি যদি বিশেষ! কেউ প্রতিদিন বাসার সামনে থেকে আমাকে নিয়ে দিয়ে আসত , তারপর স্যার এর ৪ চোখের আড়ালে আমাদের ৮ চোখের চোরাদৃষ্টিতে ফিজিক্‌স থেকে কেমিস্ট্রির দুনিয়ায় বিচরণ ! ও বলে নেই আগে আমার সবসময় চশমা পরা ছেলে পছন্দ ছিল । মহিলা কলেজে পড়ার সুবাদে কলেজে একদিন কি দুইদিন যেতে পারলেই অনেক গিয়েছি মনে করতাম । কি করব আমার কি দোষ ! বয়সটাই ছিল ওরকম , উড়ু উড়ু ছিলাম । তবে মনের ভিতর হাজার গোলাপ ফুল ফুটলেও বাইরে তার কোন প্রকাশ ছিলনা আমার ।

বড়ই আঁতেলমার্কা চেহারা বানিয়ে ঘুরতাম । আমার দৃঢ় বিশ্বাস যে এই তালিকায় আমি একা না । এখনো এই বয়সী মেয়েরা এরকমই । কলেজ জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম তখন মনে হোল এবার বুঝি স্বপ্নের ভেলা মাটিতে ভেঙে পড়লো । কত ভয় অজানা শঙ্কা কি হয় না হয় ।

এই স্টেজ টা নাকি অনেক ক্রিটিকাল ! ভাইরে আমি বুঝিনা তাল যখন মাথায় পড়ে তখন কি বয়স , পরিস্থিতি , সময় দেখে পড়ে ? জনগণের কাছে এই প্রশ্ন নাইবা করলাম । যাইহোক তাল আমার মাথায় আজো পড়েনি ! :পি । এটাকে সৌভাগ্য না দুর্ভাগ্য না মাঝামাঝিভাগ্য বলব বুঝতেছিনা । যারা কাপল তারা হয়ত বলবেন দুর্ভাগ্য , দিল্লীকা লাড্ডু খাওনাই তো বুঝবাকি ! আর যারা আমার মত তারা হয়ত বলবেন অনেক পুণ্য করেছ বাপু তাই এই ঝামেলায় পড়নি ! যে যাই বলুক আমি কিন্তু এবার একটু অন্যরকম ধারণা পোষণ করতেছি মনে মনে ! কেনজানি মনে হইতেছে এবার আমি ভালভাবেই ফেঁসে যাব ! লোল ….. :পি । কিসে যে ফাঁসব আল্লাহ্‌ই জানে ।

রুটিনে দেখতেছি 9 a.m-5 p.m ক্লাস , ল্যাব । বিশ্ববিদ্যালয়জীবনের শেষ বছর এটি , শুরুর দিকে ভাবতাম এবার বুঝি শিকে ছিঁড়বে , পাশাপাশি হাটার চস্মিস , গোলাপফুলধারি সুদর্শনটাকে এবার নিশ্চয় পেয়ে যাব ! আফসোস এখনো আমার স্বপ্নের ভেলা আকাশেই রয়ে গেল !!!! যাইহোক আমার যা হয় হোক ভালবাসায় সুভাষিত সকল ভালবাসার পথিকদের জন্য আমার পক্ষ থেকে ১৪ টি টকটকে লাল গোলাপের শুভেচ্ছা । দুজন মিলে ৭ টা করে ভাগ করে নিবেন কিন্তু !! :পি উদাসী মেয়ে ফেসবুক থেকে দেখার লিঙ্‌ক Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।