নির্বাচন আসলেই সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব হয়ে যান লেবেনচুস, পীর সাহেব। পীর সাহেবের দোয়া নিতে সেদিন এসেছিলেন গাজীপুরের আওয়ামী লীগের ক্যান্ডিডেট আজমত উল্লাহ, আজ আসছেন বিএনপির আব্দুল মান্নান। অবশ্য এই পীরসাহেব আবার স্বৈরাচারে পরিনত হবেন যখন তার ধোয়াটে অবস্হান পরিস্কার হয়ে 'আশির্বাদ' এর থালাটা কোন একদিকে ধাবিত হবে। 'সাম্প্রদায়িক অপশক্তি', 'রাজাকার', 'ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী', 'দেশকে অন্ধকারের মধ্যযুগে ঠেলে দেয়া' হেফাজতে ইসলামও এবার নুতন করে প্রধান দুই রাজনৈতিক দলের কাছে এখন 'রসগোল্লা'। কারন একটাই ধোকাবাজি করে কোন রকমে নির্বাচনী বৈতরনী পার হওয়া। কিছুদিনের জন্য 'মুক্তিযুদ্ধের চেতনা' শাহবাগের যাদুঘরে বোতল বন্দি করে রাজাকার, স্বৈরাচারের ঘারে পা রেখে একবার কোনরকমে নির্বাচনটা পার হতে পারলেইতো আবার পাচ বছরের জন্য সিন্দাবাদের 'দৈত্য' হয়ে জনগনের ঘাড় মটকানোর ইজারা পাওয়া যাবে। মন্দ কি! একই জিহভা দিয়ে, মুখ দিয়ে যে স্বৈরাচার, রাজাকারকে গত পাচটি বছর 'গনতন্ত্রের' সেবক বানিয়ে ধন্য হয়েছেন, সেই মুখ,জিহবা দিয়েই আবার ওদুটোকে উগরিয়ে ফেলতে একটুও দ্বিধা করবেন না যদি না তারা নিজেদের পক্ষে থাকে। আর এটাইতো স্বাভাবিক, কেননা দুর্ণীতি আর ধর্ম নিয়ে ব্যবসা দুটোতেই গত ২৩ বছর এরশাদ, হেফাজতকে পেছনে ফেলে দিয়েছেন হাজার মাইল। কথায় আছে না, 'এক কান কাটলে যায় রাস্তার পাশ দিয়ে, দুই কান কাটলে যায় রাস্তার মাঝখান দিয়ে'। দুই কান কাটাওয়ালাদের সংখ্যাইতো সমাজে এখন সংখ্যাগরিষ্ঠ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।