প্রেমিকা কখনো ভেবো না তোমার জন্য মরতে পারি, ভেবো না কখনো তোমার জন্য সাগর দিব পাড়ি । ভালোবাসতে চাইলে আমায় এভাবেই ভালোবাস- বুঝতে যেন পারি আমি কেন কাঁদ আর হাস ! ছলনা তোমার চিরকাল যেন কান্না-হাসিতে মিশে , চিন্তা করো না- পরব না আর ছলনার আবেশে ।। তুমি বললে আসব না ছুটে রমনার বটমূলে , ভরিয়ে আর দেব না কখনো তোমায় ফুলে ফুলে । চলবে না কভু আইস-ক্রীম আর ফুচকা-প্রাণ চাটনী , চাইনিজে নিয়ে যাব না তোমায় যেন রেখো এ তুমি । প্রেমিকার দল চলবে না ছল অনেক দিয়েছ জ্বালা , লুটে-পুটে খেলে, আর কত খাবে ? পকেটে এখন তালা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।