আমাদের কথা খুঁজে নিন

   

আমার মতন যারা মেঙ্গো-জনতা তারা শুধু দেখব... যুবতীদের অষ্টমীর অরধচন্দ্র, লিপস্টিকে রঙ্গিন ঠোঁট, যার ৯০ভাগের স্থান হইব পুরুষদের পেটে। [কিছু আকাইম্মা বকাবকি,মুখের ঝাল মিটানোর প্রচেষ্টা]

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়। । ১৪ ফেব্রুয়ারী, দেখতে খুব সাদাসিধে একটা তারিখ মনে হলেও আসলেই নয়, এই কথাটি আমার চাইতে আপনি হাজার গুন ভাল জানেন। একটু পেছনে ফিরে যাই... ইতিহাস বলে, ভ্যালেন্টাইন নামক এক সাধকের স্মৃতি কে চির স্মরণীয় করে রাখতেই এই দিবস উদযাপন। পৃথিবীতে যত ‘লাভ বার্ডস’- রা আছে তাদের জন্য সবচে’ আরাধ্য দিন।

যে দিনটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। ভাল কথা, ভালবাসার মানুষকে শুভেচ্ছে-উপহার বিনিময় করবে এতে তো কোন সমস্যা নেই...কিন্তু,কথা হইলো কী... এতক্ষন মুই মুখে চুন্দর ভাসা আচিলো। হটাত চবকিচু আউলা-বাউলা হইয়া গেল। কাল বাসা থ্যাকা বার হইতে মুচকিল হয়ে যাবো। কতিপয় কিছু যুবক যুবতী তাহাদের লুজ্জা সরমের মাথা খাইয়া তাহাদের বেহাইয়া মুখ আর বুক দেখানোতে ব্যস্ত থাকবো।

আমার মতন যারা মেঙ্গো-জনতা তারা শুধু দেখব... যুবতীদের অষ্টমীর অরধচন্দ্র, লিপস্টিকে রঙ্গিন ঠোঁট, যার ৯০ভাগের স্থান হইব পুরুষদের পেটে। আমি অনেক কথা কইয়া ফেলাইছি, আমাগো আধুনিক জমানার পোলাপানদের মতন তত সভ্য হতি পারি নি তো তাই। তাহাদের মত হইল, যারা ভালেন্তাইন দিবসে ললনাদের হস্তমরদন করিতে পারে না তারা আবার কিসের পুরুষ? আর আমাগো আপা দের ভাষ্য হইল, unsmart,খেত। ভালো, আপনারা আধুনিক হইতে হইতে কাপড়ের সাইজ ছোট করতে থাকেন আর পুরুষদের উপরি দিতে ব্যস্ত থাকেন। আমার এইসব আধুনিকতার দরকার নাই।

আমার পরিচয় –আমি গ্রামের শিকড়ের সন্ধানে ক্লান্ত পথিক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।