আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ রোনাল্ডোর হ্যাট্রিকে রিয়ালের শিরোপা জয়ের স্বপ্ন ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ রোনাল্ডোর হ্যাট্রিকের সুবাদে ৪-২ গোলে লেভেন্তেকে পরাজিত করে হোশে মরিনহর দল রিয়াল মাদ্রিদ পরিষ্কার ১০ পয়েন্টের ব্যবধানে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জয়ের দোর গোরায়। শুরুর দিকে লেভেন্তে রিয়াল মাদ্রিদকে এক প্রকার চাপের মধ্যেই ফেলে দেয়। খেলা্র ৫ মিনিটে রিয়ালের ডিবক্সের বাহিরে ফ্রিকিক পেলে দানিয়েল লেভেন্তেকে এগিয়ে নিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমনের ধারায় খেলা চলা কালে প্রথমার্ধের শেষ মুহূর্তে লেভেন্তের ডিবক্সের ভিতর ইব্রার হ্যান্ডবল হলে রেফারি ২য় হলুদ কার্ড প্রদরশন করে তাকে মাঠ থেকে বহিস্কার করে। হ্যান্ডবলের বদলতে প্রাপ্ত পেনাল্টি পায় রিয়াল, তা থেকে গোল করে রিয়াল কে খেলার ধারায় ফিরিয়ে আনেন রোনাল্ডো (১-১)।

দ্বিতীয়ার্ধে ১০ জনের লেভেন্তের বিরুদ্ধে সঙ্গবদ্ধ আক্রমণ চালায় মরিনহোর দল। ৫০ মিনিটের সময় ডানপ্রান্ত থেকে হিগুয়াইন চমৎকার ক্রসে বল ডিবক্সে পড়লে রোনাল্ডো হেড করে লক্ষ্যভেদ করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান। ৫৭ মিনিটে রোনাল্ডো তার হ্যাট্রিক পুরন করে ফেলেন। ফেবিও থেকে বল নিয়ে ৩৫ গজ দূর থেকে একক ভাবে লক্ষ্যের ১০ গজের ভিতর ঢুকে লেভেন্তে গোলকিপার মুনুয়াকে বোকা বানিয়ে ডান দিক দিয়ে বল জালে পাঠিয়ে দেন (৩-১)। এরই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে ডিবক্সের বাহির থেকে রোনাল্ডো কারিম বেঞ্জামিনকে বল বাড়িয়ে দিলে লেভেন্তের ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন।

এর ঠিক আগ মুহূর্তে লেভেন্তের মিডফিল্ডের অসকার ডিবক্সে বল ফেললে অরোনা কোনে এক দু্দান্ত হেডে গোল করে রিয়াল মাদ্রিদকে চাপের মধ্যে ফেলে দেয় (৩-২)। কিন্তু ১০ জনের লেভেন্তে অবশেষে ৪-২ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।