আমাদের কথা খুঁজে নিন

   

নি:সন্দেহে ফরিদী ভাই বাংলাদেশের সেরা ভার্সেটাইল চরিত্রের অভিনেতা

ছোটবেলায় থেকেই তাঁর অভিনয়ের ফ্যান ছিলাম। বিটিভিতে যখন 'সংশপ্তক' দেখি, হুমায়ুন ফরিদী করলেন কানকাটা রমজানের ক্যারেক্টার, তখন তাঁর অভিনয়ের এক্কেবারে চূড়ান্ত ফ্যান আমি, আমরা, বন্ধুরা সবাই। মঞ্চেও দেখেছি তাঁর অভিনয়ের কী অসাধারণ দুর্দান্ত দাপট। বিভিন্ন্ সময় তাঁর সঙ্গ নানাভাবে পেয়েছি। মতান্তরও ঘটেছে মাঝেমধ্যে।

এমন কি কবিতা নিয়েও দেশের সেরা এই অভিনেতার সঙ্গে আলাপে আলাপে রাত পার করেছি। একদিন, ধানমণ্ডিতে তাঁদের আগের যৌথবাসায় দেখালেন কিছু আর্ট কালেকশন। তখন কয়দিন ডাক্তারের নিষেধে তাঁর ধুমপান বন্ধ। আমি টানছি দেখে বললেন, 'দিবা একটা? কয়দিনই বা মানুষ বাঁচে। ' ছোটবেলায় থেকেই তাঁর অভিনয়ের ফ্যান ছিলাম।

বিটিভিতে যখন 'সংশপ্তক' দেখি, হুমায়ুন ফরিদী করলেন কানকাটা রমজানের ক্যারেক্টার, তখন তাঁর অভিনয়ের এক্কেবারে চূড়ান্ত ফ্যান আমি, আমরা, বন্ধুরা সবাই। মঞ্চেও দেখেছি তাঁর অভিনয়ের কী অসাধারণ দুর্দান্ত দাপট। বিভিন্ন্ সময় তাঁর সঙ্গ নানাভাবে পেয়েছি। মতান্তরও ঘটেছে মাঝেমধ্যে। এমন কি কবিতা নিয়েও দেশের সেরা এই অভিনেতার সঙ্গে আলাপে আলাপে রাত পার করেছি।

একদিন, ধানমণ্ডিতে তাঁদের আগের যৌথবাসায় দেখালেন কিছু আর্ট কালেকশন। তখন কয়দিন ডাক্তারের নিষেধে তাঁর ধুমপান বন্ধ। আমি টানছি দেখে বললেন, 'দিবা একটা? কয়দিনই বা মানুষ বাঁচে। ' নি:সন্দেহে ফরিদী ভাই বাংলাদেশের সেরা ভার্সেটাইল চরিত্রের অভিনেতা। এরকম ফুলফাগুনের আনন্দের মধ্যে আপনি চলে গেলেন, ফরিদী ভাই?...কষ্ট পেয়েই কি কষ্ট এভাবে কষ্ট দিলেন সবাইকে?।

এরকম ফুলফাগুনের আনন্দের মধ্যে আপনি চলে গেলেন, ফরিদী ভাই?...কষ্ট পেয়েই কি কষ্ট এভাবে কষ্ট দিলেন সবাইকে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।