আমরা তো সাইট হ্যাক করতে পারব না তবে একটি কাজ করতে পারি তা হল এই নিউজটাকে আমরা সারা বিশ্বে ছডিয়ে দিতে পারি। কিভাবে ?
আমি যেভাবে করেছি সেটা বলি। ৫ বছর আগে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে "কুইপ" নামের ফোটো শেয়ারিং এপ্লিকেশন ব্যবহার করতাম। সেখানে আমার সাথে পরিচয় হয় এক জার্মান ছেলের। আস্তে আস্তে ফেসবুকএ যোগাযোগ হয়।
সেখান থেকেই আমরা ফ্রেন্ড। সব কিছুই শেয়ার করি। আমি কাল যে কাজ টি করেছি তা হল তাকে এসব ব্যাপারে জানিয়েছি। সে সব শুনে ইন্ডিয়ার বিএসএফ এর নিন্দা করল। তাকে সীমান্তের হত্যার কিছু ছবিও দেখালাম।
সে বলল যে এসব তারা কল্পনাও করতে পারে না। তার কাছে জাস্ট অনুরোধ করলাম যে জাস্ট নিউজটা তুমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার কর।
আমরা এভাবেই নিউজটাকে বিশ্বে প্রচার করতে পারি । কোন ভাল উপায় থাকলে তাও এপ্লায় করতে পারেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।