আমাদের কথা খুঁজে নিন

   

যাও ছেড়ে চলে যদি যেতে চাও...

যাও ছেড়ে চলে যদি যেতে চাও... কতটা আর যাবে সরে পৃথিবীর মেরু ব্যবধান থেকে ও কি দূরে? সত্য মিথ্যা না খুঁজেই চলে যাওয়াই যদি শ্রেয় মনে হয় এতেই যদি শেষ হয় সংশয় তবে যাও ছেড়ে চলে এই আমায় | ঠিকানা বদলাও, বদলাও ফোন টাও থাক পড়ে চোখের মাঝে ঝাপসা মলিন প্রতিকৃতি, ধূলো পড়া এ্যালবামের পাতায় হারানো স্মৃতি.. ওগুলো আমার কিছু একান্ত ব্যক্তিগত সম্পদ হতে দাও, কৃত্রিমতার মুখোশে যদি তুমি কলরবে মিশে যাও | যাও ছেড়ে চলে যদি যেতে চাও.... কি ই বা আছে আর এর বেশি বলার কি ই শক্তি তোমায় ফেরাবার, যখন অবিশ্বাস বাসা বেঁধেছে চলছে আয়োজন ঘূণে খাওয়া সম্পর্ক ভেঙ্গে পড়ার | যাও ছেড়ে চলে যদি যেতে চাও.. কতটা আর যাবে ভুলে কত টা হবে পর, কতটা নিঃসঙ্গতার বোঝা বাড়াবে এক ভুলের ভর...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।