হু ইজ নেক্সট? প্রায় ৪৮ ঘন্টা হতে চললো..........মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার আর এটিএন বাংলার জেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি আপার নিজ বাসায় খুনের ঘটনা। অথচ এখনো এ ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহনিী। আফসোস.........একইসাথে হতাশও.........আদৌ কী সাগর-রুনির হত্যাকারীদের খুঁজে বের করতে পারবে পুলশি? না-কি অন্য খুনরে মতোই চাপা পড়ে যাবে চাঞ্চল্যকর এ ঘটনাও। সত্যি এমন যদি হয়........তবে তা হবে ন্যাক্কারজনক হবে। দেশের প্রথিতযশা সাংবাদিকদরেই যেখানে জীবনের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়........সেখানে........সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঠুনকো সে কথা বলার অপেক্ষা রাখেনা..........তাই ভীত, সন্ত্রস্ত মনে আবারো প্রশ্ন জাগে..... 'হু ইজ নেক্সট ফর কিলিং' ???????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।