এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
আমোদ আর প্রমোদ এর নগরী ডুবাই, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অবকাশ আর একান্ত কিছু সময় কাটানোর জন্য আসে এই শহরে , এদের কথা মাথায় রেখেই গড়ে উঠেছে নানা রকম আনন্দ আয়োজন তারই একটি হল Desert Safari Tour মুরুর বুকে এই ভ্রমনে আপনি যেসব সুবিধা পাবেন এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল.....
*Pick up and drop *Desert dune bashing
*Live Belly Dance *Henna painting *Camel Riding
*Tanoura Dancing *Sand Boarding *Music System
* dinner tables with carpet & Pillows*Childern play Corner
*Unlimited Soft Drinks *Bar BQ Dinner
*Bedouine tents with carpet and pillows
Local Dresses for men & Women (for photography)
সব মিলিয়ে দুপরের শেষ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মনে রাখার মত চমৎকার একটা সন্ধ্যা। এবার চলুন ছবি দেখি আর ঘুরে আসি মরুর বুকে
০১: শহর ছেড়ে চলছি ঐ মরুর পথে।
০২: ঐ দেখা যায় মরুভুমি এ পথেই চলে গেলাম দুর থেকে বহু দুরে ।
০৩: আমাদের পেছনের গাড়ী গুলো কেমন যেন পাহাড় ভেংগে ছুটে আসছে।
০৪: পাহাড় ভাঙার মুহুত্বে
০৫: পাহাড়ের উপর থেকে ছুটে আসা গাড়ীগুলোকে এমনই দেখায়।
০৬: এবার ফটোসেশন হবে সবাই কে গাড়ীথেকে নামতে দেওয়া হল আর গাড়ীগুলরও একটু রেষ্ট নেওয়া হচ্ছে।
০৭: ফটোতে দেখেন পিওর মরুভুমি।
০৮: আরেকটা এ্যকশন
০৯: এবার হবে উঠের পিঠে ছড়া......উঠের পিঠে উঠেই আমার এই গানটা সেনালী প্রান্তরে মনে হল আর তখনই গেয়ে উঠলাম সে অন্যরকম এক অনুভূতি।
১০: কিছুক্ষন পরেই আসবে সন্ধ্যা হবে নাছ গান তার আগে দেখে নেই অনেক গুলো পরীর মধ্যে একটা পরী বালু নিয়ে কি সুন্দর খেলায় মেতে উঠেছে....পরীটার নাম হচ্ছে ফাতিমা।
১১: সন্ধ্যার পরেই শুরু হল ঐতিহ্যবাহী Belly Dance.. আরো অনেক ক্লিয়ার পিক আছে ওগুলো ইচ্ছে করেই দিলাম না কারন ১৪+
১২: এই সুন্দরী কিন্তু প্রফেশনাল নাচনীওয়ালী না আমাদের মতই দর্শক কিন্তু ভালই নাচে
১৩: এইটা হল Tanoura Dance
১৩-১ এইটা হল Tanoura Dance এর আরেকটা লাইটিং Dance
১৪: এবার খানা-পিনা হবে ইয়াম্মি ইযাম্মি Bar BQ Dinner লাইনে দাড়িয়ে একের পর এক খাবার তুলে নিচ্ছে
১৫: বাপ ছেলে
বিদ্র: Belly Dance..এর অনেক ফটুক ছিল দিলামনা ওগুলা হয়ত ১৪,১৫,১৮+ হয়ে যাবে ইদানিং কালে বাচ্ছারাও সামুতে আসে, বাচ্ছারা এসব পিক দেইখা যদি বাপ-মার কাছে Belly Dance..দেখার আব্দার করে বসে তাইলে হইছে.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।