আমাদের কথা খুঁজে নিন

   

শহর থেকে দুরে > মরুর বুকে বিকেল সহ এক সন্ধ্যা (Desert Safari Tour) ছবি ব্লগ।

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি। আমোদ আর প্রমোদ এর নগরী ডুবাই, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অবকাশ আর একান্ত কিছু সময় কাটানোর জন্য আসে এই শহরে , এদের কথা মাথায় রেখেই গড়ে উঠেছে নানা রকম আনন্দ আয়োজন তারই একটি হল Desert Safari Tour মুরুর বুকে এই ভ্রমনে আপনি যেসব সুবিধা পাবেন এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল..... *Pick up and drop *Desert dune bashing *Live Belly Dance *Henna painting *Camel Riding *Tanoura Dancing *Sand Boarding *Music System * dinner tables with carpet & Pillows*Childern play Corner *Unlimited Soft Drinks *Bar BQ Dinner *Bedouine tents with carpet and pillows Local Dresses for men & Women (for photography) সব মিলিয়ে দুপরের শেষ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মনে রাখার মত চমৎকার একটা সন্ধ্যা। এবার চলুন ছবি দেখি আর ঘুরে আসি মরুর বুকে ০১: শহর ছেড়ে চলছি ঐ মরুর পথে। ০২: ঐ দেখা যায় মরুভুমি এ পথেই চলে গেলাম দুর থেকে বহু দুরে । ০৩: আমাদের পেছনের গাড়ী গুলো কেমন যেন পাহাড় ভেংগে ছুটে আসছে।

০৪: পাহাড় ভাঙার মুহুত্বে ০৫: পাহাড়ের উপর থেকে ছুটে আসা গাড়ীগুলোকে এমনই দেখায়। ০৬: এবার ফটোসেশন হবে সবাই কে গাড়ীথেকে নামতে দেওয়া হল আর গাড়ীগুলরও একটু রেষ্ট নেওয়া হচ্ছে। ০৭: ফটোতে দেখেন পিওর মরুভুমি। ০৮: আরেকটা এ্যকশন ০৯: এবার হবে উঠের পিঠে ছড়া......উঠের পিঠে উঠেই আমার এই গানটা সেনালী প্রান্তরে মনে হল আর তখনই গেয়ে উঠলাম সে অন্যরকম এক অনুভূতি। ১০: কিছুক্ষন পরেই আসবে সন্ধ্যা হবে নাছ গান তার আগে দেখে নেই অনেক গুলো পরীর মধ্যে একটা পরী বালু নিয়ে কি সুন্দর খেলায় মেতে উঠেছে....পরীটার নাম হচ্ছে ফাতিমা।

১১: সন্ধ্যার পরেই শুরু হল ঐতিহ্যবাহী Belly Dance.. আরো অনেক ক্লিয়ার পিক আছে ওগুলো ইচ্ছে করেই দিলাম না কারন ১৪+ ১২: এই সুন্দরী কিন্তু প্রফেশনাল নাচনীওয়ালী না আমাদের মতই দর্শক কিন্তু ভালই নাচে ১৩: এইটা হল Tanoura Dance ১৩-১ এইটা হল Tanoura Dance এর আরেকটা লাইটিং Dance ১৪: এবার খানা-পিনা হবে ইয়াম্মি ইযাম্মি Bar BQ Dinner লাইনে দাড়িয়ে একের পর এক খাবার তুলে নিচ্ছে ১৫: বাপ ছেলে বিদ্র: Belly Dance..এর অনেক ফটুক ছিল দিলামনা ওগুলা হয়ত ১৪,১৫,১৮+ হয়ে যাবে ইদানিং কালে বাচ্ছারাও সামুতে আসে, বাচ্ছারা এসব পিক দেইখা যদি বাপ-মার কাছে Belly Dance..দেখার আব্দার করে বসে তাইলে হইছে..  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।