আমাদের কথা খুঁজে নিন

   

মেহেরুন-সাগর দম্পতি মারা যায়নি:

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা ২০১১ সালের জানুয়ারিতে ঢাকার সাংবাদিক ফরহাদ দম্পতিকে হত্যাকরা হলো। ১০ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর ও মেহেরুন দম্পতিকে হত্যা করা হলো। এগুলো কি হচ্ছে আমাদের দেশে? এরা কোন মায়ের সন্তান? হত্যা করে তোরা কি তোদের অপকর্ম রোধ করতে পারবি? এক উত্তম দাস হারিয়েছি তো হাজারো উত্তম জন্ম নিয়েছে। এক মানিককে হারিয়েছে আরো মানিক জন্ম নিয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তোরা চেষ্টা করেছিলে বুদ্ধিহীণ করে দিতে কৈই পেরিছিলি? সাগর রুনির স্বপ্নকে তোরা এখনো হত্যা করতে পারিস নি।

এই হত্যা করতে হলে তোদেরকে পুরো কয়েক হাজার সাংবাদিকেকে খুন করতে হবে। স্বাধীনতাকে যেমন দমাতে পারিস নি আর এই স্বাধীনচেতা মানুষেগুলোকেও পারবি না। তোদের ভয়ে মেহেরুন, সাগর সারওয়ার পালায়নি কখনো পালাবে না। পালাতে পারে না। সাংবাদিক মেরে তো অনেক বাহাস কুড়াবি ।

আর আমাদের মাননীয় কুপমন্ডক শাসন ব্যবস্থা এগুলো দেখবে আর তামাশা করবে। তবে মেহেরুনকে হয়তো এটিএন বাংলায় দেখবো না দেখবে বাংলার এই অবিরাম মুখে। সাগরকে মাছরাঙ্গায় পাবো না পাবো হাজারো মাছরাঙ্গায়। যারা আকাশে উড়ে বেড়োবে উত্তাল ও শ্নিগ্ধতার প্রতীক হিসেবে। জানি এইসব খুনিদের কোন বিচার হবে না আর হলেও সেটা লুণ্ঠনের প্রদীপের মতো জ্বলবে তবে তোদের জ্বালানোর জন্য বিভিষীকাময় তারুন্যর সাংবাদিক ঘিরে ফেলবে।

তাদের কখনো মুক্তি হতে পারে না হবে না। মনে রাখবা মেহেরুন-সাগর দম্পতি মারা যায়নি যাবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।