ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি প্রেম অনেক জটিল একখান জিনিস। যে প্রেমে পড়ে সেই বোঝে প্রেমের মর্ম। বর্তমানের ডিজুস প্রেমের যুগে বুঝাই মুশকিল কে কখন কার প্রেমে পড়ে। কারণ, ডিজুস পোলাপানের মুড কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়। উনাদের কথা আলাদা।
তবে কেউ প্রেমে পড়লে কিভাবে বুঝবেন তা নিচের কার্যকলাপ থেকে বুঝা যেতে পারে।
১। চলার পথে আপনি আপনার প্রিয় মানুষটির দিকে অপলক চোখে তাকিয়ে থাকবেন। যখন উনি আপনার দিকে তাকাবেন তখনই আপনি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিবেন।
২।
পাশাপাশি হাটার সময় মাঝে মাঝেই আপনার হাত তার হাতকে স্পর্শ করবে।
৩। ফেসবুক এখন মানুষের জীবন-সঙ্গী। প্রেমে পড়ার প্রারম্ভিক পর্যায়ে আপনি রিলেশনশি স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইট’স কম্পলিকেটেড দিবেন।
৪।
এ পর্যায়ে এসে প্রচুর গান শুনবেন। অবশ্যই হার্ড কোন গান না। খুব সফট রোমান্টিক গান। শোয়ার সময় সফট কোন গান ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে তাকে নিয়ে কোন মধুর কোন স্মৃতির কথা মনে করতে থাকবেন।
৫।
বারবার শুনতে শুনতে কোন রোমান্টিক গানের লাইন ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে দিবেন।
৬। প্রিয়জনের মোবাইল ফোন কখনও ওয়েটিং এ থাকলে অথবা বিজি থাকলে আপনার মন খুবই খারাপ হয়ে যাবে। ফোন বিজি থাকলেও প্রতি মিনিটে ২-৩ বার করে কল দিতে থাকবেন।
৭।
প্রিয় মানুষটিকে বিপরীত লিঙ্গের কারও সাথে একটু বেশি কথা বলতে দেখলেই মন প্রচন্ড রকমের খারাপ হয়ে যাবে এবং দুনিয়ার সব কিছুই ফালতু মনে হবে।
৯। পড়তে বসলে অথবা কোন কাজ করার সময় আপনার প্রিয় মানুষটির মুখ আপনার চোখের সামনে ভেসে উঠবে।
১০। তাকে আপনার ভালবাসার কথাটি বলার আগ পর্যন্ত কোন কাজই ঠিক ভাবে করতে পারবেন না।
আপনার ভালবাসার মানুষটিকে ভালবাসুন আপনার নিজের মত করে। প্রিয়মানুষটিকে নিয়ে সুখের পৃথিবী সাজান আপনার মত করে। ভালবাসায় ভোগ আসতে পারে কিন্তু কখনই যেন ভোগের জন্য ভালবাসা না হয়। জগতের সকল ভালবাসা পবিত্র হোক।
লেখাটা অনেক ফালতু হল।
আমার খুব প্রিয় একটা গানের লিঙ্ক দিয়ে দিলাম। আশা করি তাহসানের গানটা অবশ্যই ভাল লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।