তিনটি পরিচিত ঘটনা দিয়ে শুরু করার যাকঃ
ঘটনা ১ঃবিয়ে বাড়ি,কনের বিদায়ের সময় শ্বশুর এবং জামাইয়ের কথোপকথনঃ
শ্বশুরঃদেখো বাবা আমার মেয়েটার যেন কোন দিন কষ্ট না হয়......
জামাইঃনা বাবা!!! আপনি কোন চিন্তাই করবেন নাহ। আমার ওর কোন সমস্যাই হবে নাহ!!(এ ধরনের বিয়েতে শ্বশুর সব সময় একটা ছেলে পায়,যে ফাদার্স ডে’তে শ্বশুরকেই উইশ(!) করে!!)
শ্বশুরঃ (এখন তিনি কাঁদছেন কোন সংলাপ নেই)
জামাইঃ আব্বাজান(গলার স্বরে আদর মিশিয়ে) আপনি চিন্তা করবেন নাহ!!আপনার মেয়ে সুখেই থাকবে!!আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে!!!!!!!
এর পর আর ঘটনা সামনে বাড়াতে পারব বলে মনে হয় নাহ,বিয়ে এখানেই থাকুক।
ঘটনা ২ঃজনৈক আক্কাচকে ছিনতাইকারী ধরেছিল। বাসায় এসে আক্কাচ বলল,“এহহ কইলেই অইল??ছিনতাইকারী সব নিলে কি অইব??আমার অন্তর্বাস কি নিতে পাইরচ্ছে??নিতে আইলে দেখায়া দিতাম আমি কি চিজ!!!”
আক্কাচ এতেই খুশি তাই তাকে বুঝিয়ে মন খারাপ করার মানে হয় নাহ।
ঘটনা ৩ঃধরুন,উত্তরাতে এক নতুন সিরিয়াল কিলার আবির্ভূত হয়েছে।
প্রত্যেক খুনের পর সে একটা চিরকুট রেখে যায় যাতে লেখা থাকে “সরি,দোস্ত ফাইজলামি করসি চেতস কেন??ভুল হইয়া গেছেগা...তয় তোর প্যামিলির (ফ্যামিলি)সাথে পতাকা বৈঠক করুম নে!!!” এই কথা শোনার পর নিহতের পরিবার আবেগাপ্লুত হয় আর মামলা+বিচারের কথা ভুলে যায়!!
পাঠকের কাছে নিহতের পরিবারের ভূমিকা সন্দেহজনক মনে হচ্ছে,কিন্তু কি করব??ঐ পরিবারের যদি গা না জ্বলে তাইলে আফনের এত জ্বালা কেন???
নীতিবাক্য ১ঃআমাদের প্রতিবেশী রাষ্ট্র,দাদারা দেশের স্বাধীনতায় সাহায্য করেছেন-খুব ভাল কথা। কিন্তু তোষামোদ কি একটু বেশি হয়ে যাচ্ছে নাহ???যারা উপরে উল্লেখিত জামাইয়ের সাথে আমাদের সরকারের কোন মিল খুঁজে পারছেন না তাদের জন্য আর দুটো নীতিবাক্য বাকি আছে ধৈর্য ধরুন!!
নীতিবাক্য ২ঃআক্কাচের সব কিছু নিলেও তার অন্তর্বাস কিন্তু নিতে পারে নাই!!তাই BSF গুলি করলে কি হবে??ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন!!এ-ই বা কম কিসের???
নীতিবাক্য ৩ঃ সোজা কথা-BSF গুলি করেছে ভাল কথা(!) কিন্তু পতাকা বৈঠকও তো করেছে,আর আমাদের অভিভাবকরা তো তাতেই খুশি!!তাইলে আপনার এত গা জ্বলে কেন??
এত কথা বলার পরও কেও যদি ব্যাপারটার গুরুত্ব না বুঝতে পারেন তাহলে স্বয়ং করুণাময়ও তাঁহাকে বুঝাইতে পারিবে না!!!
কালকের বিপিএল নিয়ে দু-একটা কথা না বলে পারছি না। ধরুন,আপনার সামনে ১০ জন লাদেন বসে আছে!!তাদের সবাই তৃষ্ণার্ত। এখন ধরে নিন লাদেনের দেশে সুপেয় পানি নেই কিংবা থাকলেও সে পানি উত্তোলন করার প্রয়োজন কেও বোধ করেনি। এখন ১০ জন লাদেনকেই উলালা কোলা (ইহাও এক ধরনের কোকাকোলা এবং ধরুন তা আমেরিকায় প্রস্তুত) বরফ সহ পরিবেশন করা হল।
১০ জনের মধ্যে ১ জন লাদেন বিদ্দ্বষের কারনে ওই পানীয় না খেলেও বাকি ৯ জন যে তা খুব আনন্দ নিয়ে পান করিবে তা নিয়ে সন্দেহ নাই-যতই আমেরিকাতে প্রস্তুত হোক না কেন!!
নীতিবাক্যঃকালকের অনুষ্ঠানে বিদেশী কেন এল তা নিয়ে অনেকের মধ্যেই বিদ্বেষ-এর যথেষ্ট কারণও আছে। কিন্তু একবার ভাবুন তো এ দেশের যদি শিলা,মুন্নিদের চাহিদা না থাকতো তাহলে কি তাদেরকে এই দেশে আনার কথা কেও ভাবতে পারত??রুখ রুখ খানের উপর তৈরী প্রামান্য চিত্র গুলো দেখলে বোঝা যায় সারা বিশ্বে হিন্দি ছবির কি চাহিদা!এখন বলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রি তো আমরা তৈরী করতে পারিনি,পার্শ্ববর্তী দেশ গুলোর মধ্যে কেওই পারেনি-তাহলে দোষ কার??
এটাও মনে রাখা কর্তব্য যে,আয়োজনটা বিশ্বমানের করে তৈরি করাই লক্ষ্য ছিল তাই এই দামি তারকাদের আনা ছাড়া উপায়ই বা কি ছিল?? শাকিব খান স্টেজে আসার পরই সবাই এমন সব স্ট্যাটাস দিল যে বোঝাই যায়-পুরো অনুষ্ঠান শাকিব খান নাচলে,ফেবু স্ট্যাটাস আপডেট এর জ্বালায় বন্ধ হয়ে যেত!!
অস্ট্রেলিয়াতে BIG-BASH T20 কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে। কিন্তু ভারতে IPL শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশে কারও মাথায় ব্যাপারটা আসলো না,সে দোষ কার??
কখনও রুখ রুখ খানকে ইরান,কোরিয়াতে শো করতে শুনেছেন??নাহ,কারন তারা স্বয়ংসম্পূর্ন-প্রতি বছর আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার মত ছবি তাদের দেশে তৈরি হয়। তাদের হয়তো রুখ রুখ খানের মত ছুপারস্টার আছে।
সোজা কথা- আমাদের অবস্থা এবং পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা ওই লাদেনের মত।
রুখ রুখ খানের মত এমন ব্যবসাসফল চরিত্র আমাদের থাকলে কি আমরা আর ভাড়া করতে যেতাম???এই কথা গুলো বোঝা উচিত,আমাদের ভবিষ্যত বুদ্ধিজীবি(!!) শ্রেনীদের!!এত কথা বলার পরও কাওকে বোঝাতে অসমর্থ্য হলে তবে তা কপালের দোষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।