আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়া-দেখেন, সত্য কোনদিন চাপা থাকে না- চট্টগ্রামের সবচেয়ে বড় লোকনাথ মন্দির ভাঙচুর

মিডিয়া-দেখেন, সত্য কোনদিন চাপা থাকে না- চট্টগ্রামের সবচেয়ে বড় লোকনাথ মন্দির ভাঙচুর- আজ মহোৎসব ছিল বাংলাদেশের চট্ গ্রামের হাটাজারীর থানার নন্দীর হাটে অবস্থিত শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার নয়নাভিরাম আশ্রমে হামলা চারিয়েছে কিছু ধর্মের লেবাস পড়া কিছু লোক। মন্দিরের ভিতরে সম্পূর্ণ ধ্বংস যজ্ঞ চালায় এরা অনেকটা মধ্য যুগীয় কায়দাকে হার মানায়। লোকনাথ বাবার শ্রী বিগ্রহটাও রক্ষা পায়নি এসব মানবতার কুলাং্গারদের হাতে। যারা শান্তির ধর্ম শান্তির ধর্ম বলে মুখে ফেনা তুলে ফেলে তাদের বলছি, এটাই কি শান্তির নমুনা। আসুন বাংলার সকল অসামপ্রদায়িক মানুষেরা ধর্ম নিয়ে ব্যবসা করে যেসব বেশ্যা রাজনৈতিক দল ও লোক তাদের প্রতিহত করি এবং অন্তর থেকে ধিক্কার জানাই। আরো কষ্টের বিষয়, বাংলাদেশের কোন টিভি মিডিয়ার (এটিএন নিউজ ছাড়া) খবরে এটি আেসেনি।্এটাই কি অসাম্প্রদায়িক চেতনা? কিন্তু ভাইজানেরা বিধাতার বিচার শুরু হয়েছে এবং আরো হবে শুধু অপেক্ষা করুন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।