ঝলমলে নক্ষত্র ভরা আকাশ পানে চেয়ে বিষাদমাখা হতাশাকাতুর মন নিয়ে ভাবি, জীবনে কি হতে চেয়েছিলাম আর তার কতটুকুইবা পেরেছি। কাঙ্খিত বন্দর খুঁজে পাওয়ার জন্য অবিরাম ছুটে চলেছি, নোঙ্গর করেছি ভুল বন্দরে শতবার। যা চেয়েছি তার অনেকটাই ভুল করে চেয়েছি, ভুল চাওয়ার মাঝে যা পেয়েছি দিনের শেষে তা দিয়েছে শুধুই হতাশা। চাওয়া-পাওয়ার সমীকরণ মিলাতে গিয়ে অসীম শূণ্যতার অন্ধকারে হাতড়ে ফিরেছি। আজ এই নক্ষত্র ভরা আকাশ পানে চেয়ে শুধু একটা কথাই ভাবি কাউকে দিক নির্দেশনা দেয়া নয়, একটাই চাওয়া, জীবন নামের মহাসমুদ্রে রাড়ারবিহীন নাবিক হয়েও কাঙ্খিত বন্দর খুঁজে পাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।