আমাদের কথা খুঁজে নিন

   

চোখ বাজি

চোখবাজি চোখবাজি , তেলেস্মতি চোখ বাজি। তামসা রাজা চোখ বাজি। মিয়া রাজি , বিবি রাজি চোখ বাজি। চাচার কোলে নয়া চাচী চাচীর মুখে পানের সাচী। রেখা নাচে কাপড় তুলে ভোমরা বসে গোলাপ ফুলে এই চোখ বাজি।

রেখা বলে আস নাচি, যৌবন ধরি কেমনে বাঁচি। তোমার সাথে আমি আছি , তবলা পাছায় নাচা নাচি এই চোখ বাজি। এই যে দেখেন রেখা দেবী। গতর ভাল জিনিস হেভি। ধৈয্য ধরেন থোরা থোরা নারী কোলের দেখেন জোড়া।

এই নারী কোল বডিস ঘেরা দেখে পাগল হইল ছেড়া। সৈয়দ শামসুল হক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।