বুকের ভেতর অনবরত লিখে চলেছি, অনুভূতি গুলোকে ভাষায় ফেলতে চাই। আমাদের বিবেকের কিছু স্ট্যাটাসঃ আগেঃ"Nero feedles while Rome burns" এখনঃ" Munni dances while BSF shoots " চ্যানেল নাইনে যা চলছে এই মুহূর্তে ............... ওটা কি কোন স্পোর্টস ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান??? BPL opening ceremony দেখতে গিয়ে তো আমি অবাক। এটা কি Bangladeshi নাকি Indian program?? We must highlight our culture there. But alas! আর আমরা কি নি্রলজ্জ? Malaika r half naked dance দেখে পাগলের মত নাচতেছে। This is called the motherfucking system of Bangladesh where two all time great band Lrb & Miles are in middle slot whether Hindi singers,dancers have got the top slot. Bappy lahiri & Sakib Khan seriously need a Dildo now. Everything is slutty ! বিপিএলের উদ্বোধোনী অনুষ্ঠানে 'উলালা' গানটি বাজানো হল আর দর্শক সেটা উন্মত্তভাবে গিলে ফেলল। এবার ভারত 'মুত্র বিসর্জন' করবে এবং সেটাও আমরা পরম উৎসাহে গিলে ফেলব। সীমান্তে বিএসএফের নির্যাতনে আমদের দায়টা যে মোটেও কম নয়, সেটা কি আমরা জানি?? বাংলাদেশ এর হাবিব,ফুয়াদ,আরেফিন রুমি,ইবরার টিপু সহ আরও অনেক সুরকার,গায়ক থাকতেও ইন্ডিয়ার বাপ্পি লাহিড়ি ও সান এর কোন দরকার ছিল বিপিএল থিম সং এর জন্য ? একটি বাজে প্রদর্শনীর জন্য BPL ঐতিহাসিক হয়েই গেলো বৈকি ! বিশ্বকাপ এর উদ্বোধনী অনুষ্ঠান এ অসাধারন কিছু মুহূর্তের পর আজকের প্রদর্শনী !!! এ যেন ১০০ রান করার পরের ম্যাচ এই গোল্ডেন ডাক !! যারাই আয়োজন করেছেন তাদের বোঝা উচিত ছিল- ২ টাকার ফকিন্নি , আর লাখ টাকার মা* যাই ধরে আনেন- খ্যাত ই লাগবে আশ্চর্য রকমের সব অতিথি এনেছেন আয়জক রা !! ধিক !!! দেশ বরেণ্য হাজারো শিল্পী দের বাদ দিয়ে এনেছেন লাখ টাকার মা* আমাদের পাড়ার ব্যান্ড এর গান এও অনেক বেশী হাত তালি পড়ে এত জঘন্য উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায় না...বাংলাদেশকে যেখানে তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সেখানে হিন্দি গান কেন বাজায় , ?? মনে হইতাছে হিন্দি আমাদের দ্বিতীয় মাতৃভাষা ... মিলার ছাগ্লামি ও চরম অসহ্য , লিপ সিং করে তাও বুঝা যায় ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।