অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন BPL এর উদ্বোধনী অনুষ্ঠানটা চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে । দুই উপস্থাপিকা নওশীন ও মুনমুনের আলগা হ্যাংলামি মার্কা কথাবার্তা ও চরম সমন্বয়হীনতা নিয়ে চলছে অনুষ্ঠান । তার উপর আবার মাঝে মাঝে মাইক্রোফোন কাজ করছে না ।
চরম হাস্যকর !
আইয়ুব বাচ্চু বেসুরো গলায় ভাষার গান গাইলেন । থিম সংটা বাপ্পী লাহিড়ী আর শানকে দিয়েই বা কেন গান গাওয়ানো হলো । সাথে আবার এই ভাষার মাসে বাংলা বাদে উপস্থাপিকাদের কেন ভুলভাল ইংরেজি বলতে হবে ?তাওতো চরম হাস্যকর !
গায়িকা মিলাকে কি গান গাওয়ার জন্য আনা হয়েছে নাকি নাচ দেখানোর জন্য আনা হয়েছে । কে জানে ?এটাওতো চরম হাস্যকর । একটা নাচ+গান শেষে তার এলবামের প্রচারণা চালিয়ে গেল ।
এখনতো হাসির সাথে বিরক্তিও লাগছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।