আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদ(সাঃ)- আপনাকে মনে পড়ে

আমিও বাধ ভাংতে চাই... শুরুতেই বলি আমি একজন পাঠক। একটা গান শুনে এই কথাটা মনে আসলো দেখে লিখতে বসলাম। রাস্তায় ফকিরকে টাকা দিয়ে আত্নতৃপ্তি পাই। কিন্তু যখন দেখি একজনকে দিলেই আরো দশজন হাত পেতেছে, মুহাম্মদ(সা) আপনার সেই আদর্শের কথা মনে পড়ে, যখন যাকাত দেয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যেতো না। ছোটবোন ভার্সিটি থেকে আসতে দেরী করলে আম্মু যখন ফোনের পর ফোন দিয়ে অস্থির হয়ে যান, তখন আপনার সেই ভবিষ্যতবাণির কথা মনে হয়ঃ 'সানয়া থেকে হাযারমাউত পর্যন্ত একজন নারী ভ্রমন করবে কিন্তু তাকে বন্য প্রাণী ছাড়া আর কিছুর ভয় করতে হবে না'।

যা পরে সত্যি হয়েছিল। শেয়ার মার্কেটের দৈন্যদশা আর একের পর এক আত্নহত্যার খবরগুলা যখন পড়ি মনে হয় আপনার প্রতিষ্ঠিত রাস্ট্রের কথা, ইহুদী ব্যাবসায়ীরও ছিলো সমান অধিকার আর আপনার একজন সাহাবী ক্রেতাকে কাপড়ের খুঁত বলে দিতে ভুলে গিয়েছিলেন বলে বিক্রয়লব্ধ টাকাটা পুরাই দান করে দিয়েছিলেন। আপনার স্মরণে করা বড় বড় মাহফিলের প্যান্ডেল আর মাটিছোঁয়া কাপড়ের প্রতিযোগীতা দেখে মনে মনে হাসি। আপনার পোশাক, উঠা বসাকে অন্ধ অনুসরণ করার জন্য প্রানান্তকর প্রচেষ্টা দেখে আল্লাহর আয়াতের কথা মনে হয়ঃ 'ঘরে পেছন দিয়ে প্রবেশ করার মধ্যে কোন নেকী নেই। বরং নেকী হোল আল্লাহকে ভয় করার মধ্যে।

''বাকারাঃ১৮৯ এই মাহফিলগুলাতেই যখন শুনি ইসলামে রাজনীতি হারাম!! কিংবা রাষ্ট্রব্যবস্থার সাথে ইসলামকে জড়াবেন না, তখন, মদীনার সফল রাষ্ট্রনায়ক আপনার কথাই মনে হয়ে যায়। ইহুদী,আনসার, মুহাজির আর বেদুঈনদের নিয়ে যে সুষম সমাজ আপনি তৈরী করেছিলেন। আল্লাহ তো সেই আপনাকেই জানিয়ে দিয়েছিলেনঃ ''কাজেই হে মুহাম্মাদ ! তুমি আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফায়সালা করো এবং তাদের খেয়ালখুশীর অনুসরণ করো না৷ ''মায়েদা৪৯ রাসুল(সা) এর জীবনী পড়ছিলাম। আমার আগের পোস্টে দিয়েওছি। খুব অসহায় লাগে যখন দেখি আমাদের মধ্যে একজন নেতার খুব অভাব।

একটা দূর্ঘটনা হলেই প্রতিবাদের ধুম লেগে যায় ব্লগে, ফেসবুকে। কিছুক্ষণ পর আবার যেই কে সে- ই। কোন নেতা কি নেই যিনি ৭ই মার্চের মত জাতির এই আবেগগুলাকে ধারণ করতে পারবেন? কিন্তু আবার দলের কাছে অসহায় হয়ে হারিয়ে যাবেন না? এটি কোন বিশেষজ্ঞ পোস্ট না। আমি সর্ব জ্ঞানে জ্ঞানীও না। মন খারাপ থেকে লেখা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।