ভুল! সে তা হয়ই। কার হয় না? আমিও কি কম ভুল করলাম? মাশুলঅযোগ্য ভুলও মানুষের থাকে। আবার ভুল থেকেই শেখা মানুষের চিরকালের স্কুলিং। সেখানে "ঘামসূত্র" নাম নিয়েও একটু-আধটু ভুল হতে পারে, এ আর এমন কি? 'ঘামসূত্র' বুঝি 'কামসূত্র'এর নতুন ভার্সন? মোটেও তা নয় এবং আমার 'কামসূত্র' লেখার অভিপ্রায়ও নেই। ...আসলে আমার গরম কিছুটা বেশি।
হয়তো শীতকাল আমার ভাল্লাগে খুব। কিন্তু গরম বিসহ। তবু দেশে গরম আসে আর আমার ঘাম শুরু হয়ে যায়...আমি ঘেমে নেয়ে উঠি, বিশেষ করে লোডশেডিং হলে তো কথাই নেই। তখন আমার খুব শীতকালের কথা মনে পড়ে। শীতকালকে বউ বউ লাগে।
কিন্তু যে কোনো প্রকার গ্রীষ্ম অতিক্রম করবার কালে আমি হয়তো ঘেমে যাই...হয়তো চলন্ত ট্রেনের বগি থেকে প্লাটফর্মে নেমে যাই...আবার হয়তো ঠিক এইরকমও না, আরেকরকম... সেটা আবার কি রকম?
টুং টুং টুং ঃ ঃ
এবার একটা বিঞ্জাপনী জিঙ্গেল বানাই?...মন খারাপ থাকলে আর মন ভালো থাকলে 'ঘামসূত্র' পাঠ করা ভালো... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।