আমাদের কথা খুঁজে নিন

   

## সিগারেট ##

কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না সিগারেট একটা শব্দ মিশে আছে বিভিন্ন অর্থ ।এটি ঘটনার পরিপেক্ষিতে বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন মানে্‌ কেউ বলে সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি সোনা হয়-ঠিক তেমনি সিগারেট মনকে খাঁটি করে।‌ কেউ বলে সিগারেট হল ধোঁয়া সিগারেট হল অপচয় সিগারেট হল একলা পথের সাথী সিগারেট হল বিকাল বেলার গল্প সিগারেট হল ভালবাসার কথা সিগারেট হল প্রেমিকার ঠোঁটের ছোঁয়া সিগারেট হল মধ্যরাতের সাথী ‌ সিগারেট হল মন ভালোর উপায় সিগারেট হল নিঃসঙ্গতার সঙ্গী সিগারেট হল মৃত্যুর লাঠি সিগারেট হল অন্ধকারের আলো সিগারেট হল সকাল বেলার নাস্তা সিগারেট হল বন্ধুর মায়া সিগারেট হল অচেনার মিলন মেলা সিগারেট হল সব নেশার বাবা সিগারেট হল ভাব দেখানো সিগারেট হল ভয় কাটানোর বারুদ সিগারেট হল লেখার উৎস সিগারেট হল রাজনীতির মঞ্চ সিগারেট হল --------------------------------------------------------------------------------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।