আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাস না। পেটে ঢুকেছে ব্যাকটেরিয়া।

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে কে বড় কে ছোট বা কোনটা ভালো কোনটা খারাপ এসব ভাবনা পরে, আগে মনে হচ্ছে শরীরে আরেকটা প্রাণী হেঁটে বেড়াচ্ছে। বাই দা ওয়ে, ব্যাকটেরিয়া কি প্রাণী? পড়াশুনা শেষ করেছি কতকাল আগে! ঠিক মনেও পরে না। আবার যে এ্যান্টিবায়েটিক দিয়েছে তার নামও সিরাম..লিও...এটা কোনো মানে হলো। ল্যাটিন/পর্তুগিজ/স্প্যানিশ মোদ্দা কথা রোমান্স ল্যাংগুয়েজের মানুষের নামে কেনো ঔষধের নাম হবে? নাকি লিও নামে একজন বিখ্যাত ব্যাকটেরিয়াবিদ ছিলেন! জ্বর-উত্তর পার্সিয়াল এমনেসিয়ার প্রকোপে কিছু মনে করতে পারছি না, কোথায় আছি ও কেনো আছি তাও ভুলে গেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.