অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম একটি বাংলা ব্লগ বানানোর, যা হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ব্যস্ততার কারনে এটা হচ্ছিল না। গত কিছুদিন এর উপর কাজ করে একটি প্লাটর্ফম দাড় করেয়েছি, জানিনা কেমন হয়েছে বা কতঠুকু আকর্ষনীয় করেছি। তবে এটি একটি ব্লগ তাই বেশী আকর্ষনীয় দরকার আছে বলে আমি মনে করিনা। তার সবচেয়ে বেশী জরূরী যেটি তা হল, ব্লগের মান, ব্লগের পরিবেশ,লেখার মান ইত্যাদি।
আমি আশা করছি বাংলাদেশে এখন প্রচুর ব্লগার আছেন, তাদের বেশীর ভাগই ভাল ব্লগার বা লেখক।
আমি আশা করব সকলে এই ব্লগটিকে সামনে এগিয়ে নিতে সাহায়্য করবেন।
আমি চাই ব্লগ১৯৭১ একটি পরিচ্ছিন্ন ব্লগ হিসাবে প্রতিষ্ঠিত হতে। ব্লগ১৯৭১ হবে মুক্তিযুদ্ধের আর্দশের একটি ব্লগ। এখানে মুক্তিযোদ্ধাদের নিয়েই বেশী লেখবেন, আমরা জানি মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা, অনেক মুক্তিযোদ্ধাই এখন ভিক্ষে করছে যা আমাদের জন্য লজ্জার। তাই আমরা চাই আমরা আমাদের লেখার মাধ্যমে তাদের অবস্থা সবাইকে জানাই এবং জানতে পারি।
যদি আপনি কোন মুক্তিযোদ্ধার অসুস্থতা নিয়ে একটি লেখা দিয়েছেন এবং সেই মুক্তিযোদ্ধার চিকিৎসা করার অবস্থাও নেই, সে ক্ষেত্রে এমনও হতে পারে আপনার লেখা পড়ে কোন একজন সুহৃদ ব্যক্তি উনার সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারেন।
তাই আসুন আমরা আমাদের আশে পাশে যে সকল মুক্তিযোদ্ধা আছেন তাদের নিয়ে লিখি। আমরা জানতে চাই উনারা কত সাহস নিয়ে, কিভাবে, কেন যুদ্ধ করেছিল এবং আমরা নতুন প্রজন্ম তাদের কি পরিমান তাদের মূল্য দিতে পেরেছি।
তাই আসুন আমরা একবার তাদের নিয়ে ভাবি।
এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।