আমাদের কথা খুঁজে নিন

   

GSP স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে বিএনপির অনুরোধ

The Generalized System of Preferences, or GSP, is a formal system of exemption from the more general rules of the World Trade Organization (WTO), (formerly, the General Agreement on Tariffs and Trade or GATT). Specifically, it's a system of exemption from the most favored nation principle (MFN) that obliges WTO member countries to treat the imports of all other WTO member countries no worse than they treat the imports of their "most favored" trading partner. In essence, MFN requires WTO member countries to treat imports coming from all other WTO member countries equally, that is, by imposing equal tariffs on them, etc. বাংলাদেশের জন্য (জিএসপি সুবিধা ( জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেনসেস) স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বিএনপি। গত সোমবার রাতে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান। সাক্ষাতে জিএসপি-সুবিধা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিতের যে সিদ্ধান্ত তা অত্যন্ত কঠোর। এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে শ্রমিকদেরই ক্ষতিগ্রস্ত করবে। গত ২৭ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ধরনের পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করে। শ্রমমান যথাযথ উন্নয়ন না হওয়ায় এটা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। আগামী সেপ্টেম্বর থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। ঢাকাটাইমস হতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।