আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমি তুমিহীন

.............................. কেন সবকিছু অর্থহীন কেন আমি তুমিহীন কেন সময়গুলো অন্যরকম, কেন সবকিছু নিয়ে থাকা তবু ফাঁকা লাগে ভীষনরকম, শুধু কেন নিয়ে থাকা কেন এলোমেলো সব নিজেকে হারিয়ে ফেলা যেন, কেন সব স্বপ্নগুলো উড়ে যায় ভেজা মেঘের মত যেন রোদ্দুর এসে নিয়ে যায় একমহূর্তে শিশির যত, কেন শুনানো হয়না তোমায় কোন কবিতা হয়ে থাকে সব নির্ঘুম নীরবতা আর অবশেষে তুমি আমি দিন গুনি অপেক্ষার......... সব স্বপ্নের সত্যি হওয়া দূর অজানায় হারিয়ে যাওয়া.....  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।