আমাদের কথা খুঁজে নিন

   

জীবানু-বলগার জারি

শোন শোন ভাই সকল শোন দিয়া মন, রোগ-জীবানু বলগারের কথা করিব বর্ণন। হাত আছে পাও আছে, আছে সাথে কলম, সেই কলম দিয়া সাজে সমাজেরও মলম। আরেরেরেরে কি বলিব আর সেই জীবানুরও কথা, আঠার মত লাইগ্যা সে যে বাড়ায় মাথা ব্যথা, আল্লাহ-নবী সবি যে ডাল ভাত তারই কাছে, কর্ম ছাড়াই শুধু লাগে ইসলামেরও পাছে। দাড়ি-টুপি তারই কাছে সং-এরও বাহার, সুযোগ পেলেই আল্লা-খোদা করে সে আহার, মনে মনে মুক্ত মনা সেজে থাকে সে, মুক্ত মনে ভেজাল রেখে ভন্ডামি করে, এমন তর শিয়ালের সাজা চাই খুব, লেজটা কেটে কমাও তার বাহারি রূপ। আরেরেরেরে এই দুনিয়ায় কয়দিন থাকবা ভেবে না সে কথা, চক্ষু বুজে হেঁটে চলে, হলে বোকার বোকা, মুসার কথা, সেইদিনে কি হবে যে তোমার, যেদিন দেখবে দুনিয়ার সবি যে আন্ধার? বনশ্রী, ঢাকা। রাত ৯টা ৪৮ মিনিট, ০৩।০৪।১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।