'সাম্পান' নামে প্রতিষ্ঠানটি নিজেদের পলিটিক্যাল রিসার্চ অরগানাইজেশন হিসেবে দাবি করে গত রোববার সেমিনারের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মো. এ. আরাফাত, মেয়র প্রার্থী ড. তুহিন মালিক, জাকের পার্টির কায়সার হামিদ ও 'গড়বো বাংলাদেশ' এর কামরুল হাসান নাসিম। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অডিটোরিয়ামে আয়োজিত ওই সেমিনারে বক্তারা জাতীয় নেতৃত্বের প্রতি অনাস্থাও প্রকাশ করেন।
আগে তিনি বিভিন্ন পার্টিতে নিজেকে পরিচয় দিতেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের বন্ধু। ইদানীং সংবাদপত্রে বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজের নামের আগে জয়ের বন্ধু পরিচয় দিচ্ছেন।
সর্বশেষ গত শনিবার 'সাম্পান' নামের একটি প্রতিষ্ঠান তাদের একটি সেমিনারের প্রেসবিজ্ঞপ্তিতে মোহাম্মদ এ আরাফাতের পরিচয় উল্লেখ করেছে তিনি 'সজীব ওয়াজেদ জয়'র ঘনিষ্ঠ বন্ধু ও সূচিন্তা ফাউন্ডেশনের কর্নধার। আসলে কে এই আরাফাত? যিনি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পরিচয় দেন জয়ের বন্ধু? খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে আরাফাত নামের এ ব্যক্তির সঙ্গে জয়ের পরিচয়ই ছিলো না। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কোন এক সেমিনারে দেখা হওয়ার সুবাদে নাম ভাঙ্গানো শুরু করেন। এই পরিচয়েই তিনি বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠান বাগিয়ে নিচ্ছেন। তার চেয়ে অধিক বয়সী একজন অভিনেত্রীকে বিয়ে করে আরাফাত প্রথম মিডিয়ার শিরোনাম হন।
এখন প্রভাবশালীদের নাম ভাঙ্গানোই তার কাজ।
পরিশেষে বলা যাই ,আমি এই আরাফাতকে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পরিচয় দেন জয়ের বন্ধু দেখি নাই। ওনাকে দেখি
১.সূচিন্তা ফাউন্ডেশনের কর্নধার
২. বেসরকারি বিশাবিদালয়ের teacher
৩. রাজনীতি গবেষক হিসাবে
৪. transit গবেষক
৫.তিস্তা পানি চুক্তি গবেষক বা পানি গবেষক বলা যাই
৫. প্রেম গবেষক ও বলা যাই (কারণ তার চেয়ে অধিক বয়সী একজন অভিনেত্রীকে বিয়ে করে) (এত রাতে অভিনেত্রীর নাম নিলাম না)
খবর আছে যে সেই রোববার আয়োজইতো সেমিনারের সূচিন্তা ফাউন্ডেশনের অনেক ছাগল ও এসেছিল। যারা কি না আগামী al কর্মী হবে । শুনে আমার কি হাসি পাইলো।
এত বিষয়ে গবেষক হলেন কি করে ..চিন্তার বিষয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।