আমাদের কথা খুঁজে নিন

   

৮ই ফাগুন

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। ৮ই ফাগুন সেই সেদিন পলাশ আর শিমুল বনে লেগেছিল আগুন। ৮ই ফাগুন বাংলার শত কোটি জনতার প্রাণে জোয়ার এসেছিল দারুন। ৮ই ফাগুন সে জোয়ার জনতা সাগরে ডেকেছিল বান। ৮ই ফাগুন রক্তের বান, প্রাণের গান ভাসিয়ে নিয়েছিল অন্যায় অগনন। মিছিলে মিছিলে পড়েছিল সেদিন সাড়া জাগিয়ে দিয়েছিল সকল ঘুমন্ত পাড়া নেমে এসেছিল অগনিত জনতা রাস্তায় দমাতে চেয়েছিল হায়েনারা তাদের স্বস্তায়.. দমেনি তারা, থামেনি তারা, গিয়েছিল এগিয়ে জালিমের হুমকি, ধমকি, ১৪৪ নম্বর রক্তচক্ষু মাড়িয়ে। দিয়েছিল গুড়িয়ে স্বৈরাচারের অহঙ্কার ভেঙ্গে তারা করেছিল সব চুরমার ভিজিয়েছিল স্বীয় খুনে কালো রাজপথ জাগিয়েছিল ঘুম হতে লাখো জনপদ। আবারও আসছে ফাগুন ৮ জেগে ওঠ সব, তৈরী হ বেঁধে আঁট-ঘাট নব স্বৈরাচারের দুয়ারে আজি হানিতে হবে আঘাত রফিক, সালাম, জব্বার আর বরকতেরই মত দিতে হবে বিলিয়ে প্রাণ তাজা শত শত। অন্যায় আর স্বৈরাচারের কবল হতে আজি মুক্তি তোদের পেতেই হবে রাখিয়া জীবন বাজি মেঘ দেখে কেউ ডরাসনে আজ আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।