-‘বইমেলা যাবে?
’পাখি হুস, পাখি হুস্- -জয় গোস্বামী
`বই মেলা জিনিসটা বিলকুল বেকার
মাইনষের হুদাই নখরামি'
বাংলা একাডেমী ভবনের লাগোয়া বয়োবৃদ্ধ কড়ই গাছটার উপর বইসা
বসন্ত আগমনের আগেভাগেই ময়দানে হাজির
এক কোকিল কহে।
‘ হালার মাইনষের জ্বালায়
একাডেমির ঘাসের উঠানের- পোকাটা, মাকড়টা
মুখে দিমু তারও কায়দা নাই।
শামিয়ানা খাটায়া মাইনষের বাচ্চা গুলা
রোজ রোজ কি যে করতেসে শব্দ দূষণ।
ধুত্তোরি..’
আম্র মুকুলের আড়াল থিকা দুর্মখ কোকিলের সঙ্গে
কন্ঠ মেলায় শালিক দম্পতি।
তারপর উড়াল দেয়।
যাবে মনে হয় সূত্রাপুর নাকি কাটাসুর।
ওইখানে `পেয়িং গেস্ট’ থাকবে কয়দিন। দুর সম্পর্কের খালা কিংবা মাসির বাড়ি।
মহান একুশে গ্রন্থমেলার সরেজমিন রিপোর্ট করতেসিল এক টিভি রিপোর্টার
চোঙ্গা হাতে।
তার সদয় দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে নির্ঘুম লক্ষী পেঁচা।
‘ ভাইজান আমারে ইকটু লাইভ করেন। আমাগ কষ্টের কথাটা ইকটু জাতিরে জানান দেই
বিশ্বাস করেন, টানা তিন দিন দুই রাত পেটে দানাপানি পড়ে নাই।
ইভেন একটা নেংটি ইন্দুরও পারি নাই ধরতে
সব পলাইসে পগারপাড়
মাইনষের হই হল্লায়। ’
রিপোর্টার ভাই লক্ষী পেঁচাগ ভাষা বোঝে না। তাই
নির্বিকার চোঙ্গা হাতে
কাঁপা কাঁপা কন্ঠে মুখস্থ বলে চলে
আবহমানকাল থেইকা যেমনটি সে শিখা আসছে বড় ভাই-মুরিব্বগ কাছ থেইকা
‘ অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনেও মেলায় উপচে পড়া ভীড়
বইপ্রেমীদের ভীড়ে প্রকম্পিত একাডেমি চত্বর
বইমেলা যেন আজ
হাজারও মানুষের মিলন মেলা।
’
-ইকবাল হোসাইন চৌধুরী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।