আমাদের কথা খুঁজে নিন

   

Used Ready Flat Sell(3rd floor only) সংক্রন্ত help চাই,ব্লগের যারা Real estate সম্পর্কে জানেন বা ফ্লাট কেনার অভিজ্ঞতা আছে প্লিজ হেল্প করুন

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আশা করি সবাই ভালো আছেন। আমি আগামীকাল একটা ব্যাবহারিত ফ্লট(পুরো ফ্লাট নয় শধু তিন তলা) দেখতে যাবো। যেটা বিক্রি করার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ, তবে সমস্যা হল এর আগে কখনও এমন কোন কাজ করিনি, এটাই প্রথম। যাকগে, মিরপুর ১ নম্বরে একটু ভিতরে এই ফ্লাট-টি(পুরো ফ্লাট নয় শধু তিন তলা ব্যাবহারিত ফ্লাট)।

এক চাচার সাথে কথা বলে জানতে পারলাম রাজউকের অনুমোদন সহ কত স্কয়ারফ্লাট এসব বিষয়ে জানতে বললেন। ভাইয়ারা এই কাজটা করতে পারলে হাতে মোটামুটি কিছে টাকা আসবে তাই ব্যাপারটা আমার কাছে খুবই Important , সেজন্যে আমি চাচ্ছি কিছুটা Expert এর মত কথা-বার্তা সারতে পার্টির সাথে। আর এজন্যে আমার এ বিষয়ে মোটামুটি Knowledge থাকার প্রয়োজন বোধ করছি। যারা Real Estate সম্পর্কে জানেন বা ফ্লাট কেনার অভিজ্ঞতা আছে তারা প্লিজ শেয়ার করুন যে একটা রেডি ফ্লাট কিনতে বা বেচঁতে কি কি বিষয় তার কাছ থেকে জানা প্রয়োজন এবং কি কি Document দেখা দরকার, মোট কথা কোন কোন বিষয় না জানলে ভবিষ্যতে ঠকতে হতে পারে ইত্যাদি। ****আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, ফ্লাট-টি পুরো নয় শুধু মাত্র তিন তলা এবং ব্যাবহারিত যা মালিক ৩০০০০০০(ত্রিশ লক্ষ) টাকা দিয়ে কিনেছেন এবং এখন বিক্রি করতে চান।

**** আমি মনে করি এই লেখাটায় শুধু আমি না আরও অনেকে উপকৃত হবে। প্লিজ অহেতুক কমেন্ট করবেন না দয়া করে। এটা শুধু মাত্র ঐ জন্যেই নয় সাথে সাথে জানার জন্যেও। আজ না হোক কাল আমার নিজেরও সামর্থ হতে পারে ফ্লাট কেনার, কি বলেন !!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।