ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা নবীজি (সাঃ) নিজে দুইটি মাত্র ঈদ পালন করেছেন - রমজানের ঈদ এবং কুরবানীর ঈদ। তিনি কোনদিন তাঁর জন্মদিনকে নিজে ঈদ হিসেবে পালন করেন নাই। তিনিই যদি আমাদের একমাত্র অনুকরনীয় ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ওনার জন্মদিনে নতুন করে ঈদ আসলো কোথা থেকে? "আশেকে রাসুল (সাঃ)" - কথাটার অর্থ হলো রাসুল (সাঃ) এর প্রেমিক। নবীজির জন্মদিনকে ঈদ হিসেবে পালন করে আমরা নিজেদের আশেকে রাসুল (সাঃ) হিসেবে ঘোষণা দেই। আমরা কি সাহাবাদের চেয়েও বেশি রাসুল (সাঃ)-কে ভালোবাসি? যেই ভালোবাসার প্রমান নবীজীর (সাঃ) জন্য তারা রেখে গেছেন, তার কোটি ভাগের এক ভাগ ভালোও কি আমরা ওনাকে বাসি? সত্যিকারের আশেকে রাসুল (সাঃ) যেই সাহাবারা ছিলেন, তারা কি কোনদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? সারা রাত যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে গরু জবাই করে খেয়ে সকাল থেকে নামাজের কোন খবর নাই। এর নাম কি নবী (সাঃ)-এর প্রেম? নাকি এই মিলাদুন্নবী পুরোটাই নবীজি (সাঃ) এর সাথে মস্করা? সত্যিকারের আশেকে রাসুল (সাঃ) তারাই, যারা নবীজির আদর্শকে ধারন এবং পালন করে। তাঁর দেখানো পথে চলে। মিলাদুন্নবী পালনের এই মহোৎসব ভন্ড মোল্লাদের ব্যবসার উছিলা ছাড়া আর কিছু মনে হয় না। প্রতিটি মুসলমাল নবীজী (সাঃ)-এর আদর্শকে অনুসরন এবং অনুকরন করে নিজেকে তার প্রেমিক (আশেক) হিসেবে প্রমান করবেন সেটাই কাম্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।