সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। স্কাইপ সফ্টওয়্যারটির নাম অনেকেরই হয়তো জানা। কিন্তু কিভাবে এটা ইউজ করতে হয় তা অনেকেই হয়তো বা জানেন না। এই পোস্টটি তাদেরই জন্য।
তো চলুন দেখে নিইঃ
যা যা লাগবে-
১।
হেডফোন (উইথ মাইক্রোফোন)
২। নেট কানেকশন
৩। ই-মেইল একাউন্ট
৪। স্কাইপ সফ্টওয়্যার
প্রথমে এখানে ক্লিক করে স্কাইপ সফ্টওয়্যারটি (১৪ মেগা.) ডাউনলোড করে নিন। এটা পোর্টেবল সফ্টওয়্যার, তাই ইন্সটল করার ঝামেলা নাই।
শুধু আনজিপ করলেই হবে।
আনজিপ করার পর S লোগো চিহ্নিত SkypePortabel.exe ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।
* Welcome to Skype বক্সে “Don’t have a skype name?” লেখাটির উপর ক্লিক করুন।
আপনার পুরো নাম, স্কাইপ নাম, ইমেল ও নতুন পাসওয়ার্ড দিয়ে I agree- create account বাটনে ক্লিক করুন। (মনে রাখতে হবে পাসওয়ার্ড লেটার এবং সংখ্যা মিলিয়ে (abc এবং 123) কমপক্ষে ৬ অক্ষর হতে হবে)
আপনার স্কাইপ নামের স্থানে যে নাম দিবেন আপনার বন্ধুরা সেই নামে আপনাকে খুজে পাবেন।
এবার আপনার দেশ, শহর, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার দিয়ে Ok বাটনে ক্লিক করুন। ( জন্ম তারিখটা অপশনাল, না দিলেও চলবে)
তারপর আপনার হেডফোন দিয়ে সাউন্ড সিস্টেমটা চেক করে নিতে পারেন অথবা Close this welcome screen & start using skype. বাটনে ক্লিক করুন।
যেভাবে আপনার পরিচিত বন্ধুদের এড করবেন:
* এবার নিচের চিত্রের ন্যায় Contacts মেনু থেকে Add a contact এ ক্লিক করুন।
তারপর স্কাইন নেম থেকে আপনার পরিচিত বন্ধুর নাম লিখে খুজে বের করুন (যার সাথে কথা বলতে চান) এবং +Add এ ক্লিক করুন।
এর পর Send request এ ক্লিক করুন।
যেভাবে কথা বলা শুরু করবেন:
* আপনার রিকুয়েষ্ট একসেফ্ট করা বন্ধুদের লিষ্ট বাম পাশে দেখা যাবে। কেউ অনলাইনে থাকলে তার নাম সিলেক্ট করে কল করুন।
তিনি কল রিসিভ করলেই আনলিমিটেড কথা বলতে পারবেন।
এ ছাড়া আরো অনেক এমন সফটওয়্যার আছে ,যা আপনাকে নেট থেকে পিসি টু পিসি ফ্রী কল করার সার্ভিস দিয়ে থাকে ,যেমন ooVoo ,Yahoo messenger, Windows live messenger ,Google talk .নাম না জানা আরো অনেক সফটওয়্যার আছে । এ গুলো দিয়ে আপনি শুধু কথাই না ইচ্ছা করলে ভিডিও চ্যাট ও করতে পারেবন।
কিন্তু এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্কাইপ।
অনেক সময় ধরে ছবিগুলো স্কীনসট নিয়ে সাইজ করে এরো চিহ্ন দিয়ে সাজিয়েছি। এতে যদি আপনার একটু হলেও কাজে লাগে তাতেই আমার স্বার্থকতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।