আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ : শুটিং হল নাটক ভ্রান্তি বিলাসের

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন বিশ্বকলা কেন্দ্রের পরিচালক সৈয়দ রেজাউর রহমানের কাহিনী ও পরিচালনায় নাটকটি নির্মিত হচ্ছে। নাটকের নাম ভ্রান্তি বিলাস। মূলত হিল্লা বিয়ে নিয়ে সমাজ সচেনতামূলক নাটক । এই নাটকে অভিনয় করেছেন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা এস.এ শামীম, আমিনুল ইসলাম, এটিএম রাসেল, মাহমুদা আক্তার পলি, ইসরাত জাহান প্রিয়া, সানজিদা আক্তার হীরা, রুবিনা আক্তার, তৌকির আহম্মেদ, জাফর মোহাব্বত, শাহরিয়ার জাহান, দ্বীপ, শাফায়েত, রুবেল আহম্মেদ, আলমগীর হোসেন ও পথিক তোতা। নাটকের বেশির ভাগ শিল্পীই বিশ্ব কলার ছাত্র ছাত্রী।

নাটকটি মধ্য ফেব্রুয়ারিতে বিটিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে। অবশ্য এই ধরনের সমাজ সচেনতামূলক নাটক অনেকবার প্রচার করে বিটিভি। গতকাল টিএসসিতে নাটকটির শুটিং হয়ে গেল। আমি ছিলাম পরিচালকের সহকারী ও অভিনেতা। ছবি ব্লগে বেশি কথা বলা হয়ে গেল বোধ হয়।

পরিচালক সৈয়দ রেজাউর রহমান পরিচালক সৈয়দ রেজাউর রহমান (ডানে) এবং ক্যামেরা ম্যান মেহেদী হাসান বাবুর (বায়ে) মাঝখানে সহকারী হিসেবে আমি শাহজাহান শামীম (মাথায় গামছা) নাটকের নায়ক ও নায়িকা : যাদের নিয়ে কাহিনী নাটকের নায়ক ও নায়িকা : যাদের নিয়ে কাহিনী অভিনেতা ও অভিনেত্রীকে দৃশ্যটি বোঝাচ্ছেন ক্যামেরা ম্যান মেহেদী হাসান বাবু আরেকটি দৃশ্য বোঝাচ্ছেন পরিচালক স্বয়ং নাটকের একটি বিশেষ দৃশ্য ছবি ব্লগ পোস্ট করে অভ্যস্ত নই। কেমন হইল কে জানে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।