আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে মীলাদুন্নবী! ঈদে মীলাদুন্নবী!! আসুন তওবা করি!!!‎

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না। গতকাল রবিবার [৫/২/১২] ঈদে মীলাদুন্নবী শেষ হল!? মীলাদু্ন্নবীর সূত্র কবে, ইসলামী যুগে না-জাহেলী যুগে? ‎অবশ্যই জাহেলী যুগে, ইসলামী যুগের চল্লিশ বছর আগে! মীলাদুন্নবী পালনকারী জনৈক লেখকের বইয়ে তার দলিল ‎দেখে আমি অবাক হলাম!!! তওবা করলাম জীবনেও মীলাদুন্নবী পালন করব না। জীবনেও না, না। আমাকে ‎জান্নাত দিয়ো হে আল্লাহ, আমাকে ঈমান দান কর, ঈমানের সাথে আমার মৃত্যু দিয়ো। ‎ সে লিখেছে: “চাচা আবু লাহাব মুহাম্মদের জন্মের সুসংবাদ শুনে খুশিতে আঙুলের ইশারায় সংবাদ দানকারী বাদীকে ‎আজাদ করে দেন”। আর আল্লাহ কুরআনে তাকে জাহান্নামী ঘোষণা দিয়ে সূরা আবু লাহাব নাযিল করেন! এই ‎ব্যক্তিই সর্বপ্রথম ঈদে মীলাদুন্নবী পালন করেছে। আমি পানাহ চাই ঈদে মীলাদুন্নবী থেকে!‎ হ্যাঁ ইসলামী যুগে নবী সা. এ দীনে রোযা রাখতেন, আমিও তাই করার চেষ্টা করব। সর্বপ্রথম ঈদে মীলাদুন্নবী পালনকারী জাহান্নামী!!!‎

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।