বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility পুরাই পাংখা http://www.pchelplinebd.com/?p=36642 মেমোরি কার্ড ভালো রাখার কিছু টিপস ফেব্রুয়ারি 2, 2012 By প্রিতম পরমকরুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসা করি আপনারা ভালো আছেন। আমি আজকে মেমোরি কার্ড কে ভালো রাখার অর্থাৎ কি কি উপায়ে মেমোরি কার্ড ভালো রাখা যায় তার কিছু টিপস আপনাদের জানাব। আসা করি এতে আপনাদের কিছুটা উপকার হবে। টিপসগুলো হলঃ ১)আপনার মোবাইলে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড আপনার মোবাইলে ব্যাবহার করুন। আর তাতে আরও অর্ধেক পরিমাণ ডাটা রাখুন। যেমনঃ যদি আপনার মোবাইল ৮ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে তাহলে ব্যাবহার করুন ৪ জিবি আর তাতে ডাটা রাখুন ১ জিবি !!! তো মেমরী কার্ড এর দরকারটাই আর আছে নাকি , শুধু মোবাইলে বাকি ১ গিগার দরকারটা কি ? হেহেহহে পড়তে পড়তে এই সাইটে মজার টিপস পেলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।