এখানে আমার মনে জা আসে আমি তাই লিখি। যদি কোন দিন কোন প্রকার খারাপ কিছু লিখে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন যাবে?
কোথায়?
যেখানে আমি নিয়ে যাই।
হুম যাব।
ভয় করবে না?
তুমি আছ।
এত বিশ্বাস?
বিশ্বাস থেকেও ভালবাসাটা বেশী।
যদি কখনও মনের অজান্তে ভেঙ্গে ফেলি?
অভিমান করব। পাগলী।
দুষ্ট।
সারা জীবন এমনটি করে ভালবাসবে আমায়?হাসছ কেন?বলনা এমনি করে ভালবাসবে আমায়?
জানি না।
যাও বলতে হবে না,
হাত ধরব।
এত দেরিতে কেন?
চল জোছনা দেখি।
না এখন শুধু তোমায় দেখব।
চল স্বপ্ন দেখি।
কি স্বপ্ন?
ছোট্ট সংসার,আমি,তুমি,আমাদের সন্তান।
কবে স্বপ্ন সত্যি হবে?
আর মাএ কয়েকটা দিন।
আর দেরি ভাল লাগছে না।
আর কিছু দিন মাএ সোনা।
হঠাত্ ছন্দপতন।
রিমঝিম বৃষ্টি।
আবছা আলো।
সেই দুজন।
কেমন আছ।
খাঁচায় একলা পাখি যেমন থাকে।
চলে গিয়েছিলে কেন?
ভুলটা আমার ছিল।
স্বীকার করছ?
আমি লজ্জিত।
ওসব থাক,চল জোছনা দেখি।
হাত ধরবে না?
স্বপ্ন দেখতে দেখতে ধরব।
. . . . . . . . .চাঁদের আলো।
আকাশ গলে জোছনা পড়ছে।
উথাল পাথাল সেই জোছনায় কোন কিছুই পরিস্কার দেখা যায় না।
কিন্তু হাতে হাত ধরে হাঁটা সেই মানব মানবীকে চিনতে ভুল হল না।
জোছনার চাদর ভেঙ্গে তাদের পথচলা দেখে মনটা এক অজানা কারনে উত্ফুল্লতায় ভরে উঠে।
লেখাটি বাংলাদেশ প্রাঞ্জিবের তিনি লিখাটি ভালবাসা ডট নেট(lOveDoTnEt) পেজটিতে লিখেছেন। লেখকের সম্মতিতে আমি এখানে তার লিখাটি পাবলিশ করেছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।